মিডিয়াউইকি আলোচনা:Gadget-IngrandisciCarattere.js

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিসংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৬ বছর পূর্বে
অনুবাদ
  • Ingrandisci carattere → অক্ষর বড় করো
  • Riduci carattere → অক্ষর ছোট করো

আর এই জাভাস্ক্রিপ্টের কোডের ভিতর সব #box_esterno কে #baksher_bahire করেন। --Aftabuzzaman (আলাপ) ১৭:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Bodhisattwa: আমার এটা কাজ করছে না। তোমার করছে কি? না করলে হালনাগাদ প্রয়োজন। it:MediaWiki:Gadget-IngrandisciCarattere.js থেকে কোড আনো। আর হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কোডের ভিতর সব #box_esterno কে #baksher_bahire করতে ভুলো না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩১, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman:, আমার কাজ করছে অনেক দিন ধরেই। বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩৮, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Bodhisattwa: আমি গুগল ক্রোম, অপেরা ও ম্যাক্সথন ব্রাউজার দিয়ে (অ্যাকাউন্টে না ঢুকে) চেষ্টা করলাম। কাজ করছে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৩, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman:, হুম, লক্ষ্য করলাম, আমারও কাজ করছে না। কোড হালনাগাদ করার পর বিন্যাস পরিবর্তন হচ্ছিল না বলে আগের কোডে নিয়ে আসতে হল। কোন একটা মিডিয়াউইকির সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। খুঁজে বের করতে হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪৮, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন