রূপসী বাংলা

উইকিসংকলন থেকে
রূপসী বাংলা

র‍ূপসী বাংলা 

জীবনানন্দ দাশ

রূ প সীবাংলা

সিগনেট প্রেস । কলকাতা ২০

উ ৎ স র্গ
—আবহমান বাংলা, বাঙালী

রচনাকাল মার্চ ১৯৩২
প্রথম সংস্করণ
অগাস্ট ১৯৫৭
প্রকাশক
দিলীপকুমার গুপ্ত
সিগনেট প্রেস
১০।২ এলগিন রোড
কলকাতা ২০
প্রচ্ছদপট
সত্যজিৎ রায়
সহায়তা করেছেন
পীযূষ মিত্র
মুদ্রক
শৈলেন্দ্রনাথ গুহরায়
শ্রীসরস্বতী প্রেস লিমিটেড
৩২ আপার সারকুলার রোড
ব্লক—র‍ূপমুদ্রা লিমিটেড
৪ নিউ বহ‍ুবাজার লেন
বাঁধিয়েছেন
বাসন্তী বাইণ্ডিং ওয়ার্কস
৬১।১ মির্জাপুর স্ট্রীট
সর্বস্বত্ব সংরক্ষিত



দাম তিন টাকা

ভূমিকা

এই কাব্যগ্রন্থে যে-কবিতাগ‍ুলি সঙ্কলিত হল, তার সবগ‍ুলিই কবির জীবিত-কালে অপ্রকাশিত ছিল; তাঁর মৃত্যুর পরে কোনো-কোনো কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

 কবিতাগ‍ুলি প্রথম বারে যেমন লেখা হয়েছিল, ঠিক তেমনই পাণ্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল; সম্পূর্ণ অপরিমার্জিত। পঁচিশ বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ্যে একটি বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে কবিতাগুলি রচিত হয়েছিল। এ-সব কবিতা ‘ধূসর পাণ্ডুলিপি’-পর্যায়ের শেষের দিকের ফসল।

 কবির কাছে ‘এরা প্রত্যেকে আলাদা আলাদা স্বতন্ত্র সত্তার মতো নয় কেউ, অপরপক্ষে সার্বিক বোধে একশরীরী; গ্রামবাংলার আলুলায়িত প্রতিবেশপ্রসূতির মতো ব্যষ্টিগত হয়েও পরিপূরকের মতো পরস্পরনির্ভর।..’

৩১ জুলাই ১৯৫৭
—অশোকানন্দ দাশ

প্রথম পংক্তির সূচী

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি—
তোমরা যেখানে সাধ চলে যাও—আমি এই বাংলার পারে ১১
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর র‍ূপ ১২
যত দিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে ১৩
এক দিন জলসিড়ি নদীটির পারে এই বাংলার মাঠে ১৪
আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে ১৫
কোথাও দেখি নি, আহা, এমন বিজন ঘাস—প্রান্তরের পারে ১৬
হায় পাখি, একদিন কালীদহে ছিলে না কি—দহের বাতাসে ১৭
জীবন অথবা মৃত্যু চোখে র’বে—আর এই বাংলার ঘাস ১৮
যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে—দূর কুয়াশায় ১৯
পৃথিবী রয়েছে ব্যস্ত কোনখানে সফলতা শক্তির ভিতর, ২০
ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে ২১
ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে; ২২
যখন মৃত্যুর ঘুমে শ‍ুয়ে র’ব—অন্ধকারে নক্ষত্রের নিচে ২৩
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায় ২৪
যদি আমি ঝ’রে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়: ২৫
মনে হয় একদিন আকাশের শ‍ুকতারা দেখিব না আর ২৬
যে শালিখ মরে যায় কুয়াশায়—সে তো আর ফিরে নাহি আসে: ২৭
কোথাও চলিয়া যাব একদিন;—তারপর রাত্রির আকাশ ২৮
তোমার বুকের থেকে একদিন চ’লে যাবে তোমার সন্তান ২৯
গোলপাতা ছাউনির বুক চুমে নীল ধোঁয়া সকালে সন্ধ্যায় ৩০
অশ্বত্থে সন্ধ্যার হাওয়া যখন লেগেছে নীল বাংলার বনে ৩১
ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর—চিল একা নদীটির পাশে ৩২
খুঁজে তারে মর মিছে—পাড়াগাঁর পথে তারে পাবে নাকো আর; ৩৩
পাড়াগাঁর দু’-পহর ভালোবাসি—রৌদ্রে যেন গন্ধ লেগে আছে ৩৪
কখন সোনার রোদ নিভে গেছে—অবিরল শুপুরির সারি ৩৫
এই পৃথিবীতে এক স্থান আছে—সব চেয়ে সুন্দর করুণ: ৩৬
কত ভোরে—দু’-পহরে—সন্ধ্যায় দেখি নীল শুপুরির বন ৩৭
এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে। ৩৮
এখানে আকাশ নীল—নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ৩৯
কোথাও মঠের কাছে—যেইখানে ভাঙা মঠ নীল হয়ে আছে ৪০
চ’লে যাব শুকনো পাতা-ছাওয়া ঘাসে—জামরুলে হিজলের বনে; ৪১
এখানে ঘুঘুর ডাকে অপরাহ্ণে শান্তি আসে মানুষের মনে; ৪২
শ্মশানের দেশে তুমি আসিয়াছ—বহুকাল গেয়ে গেছ গান ৪৩
তবু তাহা ভুল জানি, রাজবল্লভের কীর্তি ভাঙে কীর্তিনাশা; ৪৪
সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শুকের মতন; ৪৫
কত দিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দু’জনে; ৪৬
এ-সব কবিতা আমি যখন লিখেছি ব’সে নিজ মনে একা; ৪৭
কত দিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর ৪৮
এখানে প্রাণের স্রোত আসে যায়—সন্ধ্যায় ঘুমায় নীরবে ৪৯
একদিন যদি আমি কোনো দূর মান্দ্রাজের সমুদ্রের জলে ৫০
দূর পৃথিবীর গন্ধে ভ’রে ওঠে আমার এ বাঙালীর মন ৫১
অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী; ৫২
ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর— ৫৩
এই জল ভালো লাগে;—বৃষ্টির র‍ূপালি জল কত দিন এসে ৫৪
একদিন পৃথিবীর পথে আমি ফলিয়াছি; আমার শরীর ৫৫
পৃথিবীর পথে আমি বহ‍ুদিন বাস ক’রে হৃদরের নরম কাতর ৫৬
মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে—হাসির আস্বাদ ৫৭
তুমি কেন বহ‍ু দূরে—ঢের দূরে—আরো দূরে—নক্ষত্রের অস্পষ্ট আকাশ, ৫৮
আমাদের র‍ূঢ় কথা শ‍ুনে তুমি স’রে যাও আরো দূরে বুঝি নীলাকাশ; ৫৯
এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শ‍ুধু আসিয়াছি—আমি হৃষ্ট কবি ৬০
বাতাসে ধানের শব্দ শ‍ুনিয়াছি—ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে; ৬১
একদিন এই দেহ ঘাস থেকে ধানের আঘ্রাণ থেকে এই বাংলার ৬২
আজ তারা কই সব? ওখানে হিজল গাছ ছিল এক—পুকুরের জলে ৬৩
হৃদয়ে প্রেমের দিন কখন যে শেষ হয়—চিতা শ‍ুধু প’ড়ে থাকে তার, ৬৪
কোনোদিন দেখিব না তারে আমি; হেমন্তে পাকিবে ধান, আষাঢ়ের রাতে ৬৫
ঘাসের ভিতরে যেই চড়ায়ের শাদা ডিম ভেঙে আছে—আমি ভালোবাসি ৬৬
(এই সব ভালো লাগে): জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে ৬৭
সন্ধ্যা হয়—চারিদিকে শান্ত নীরবতা; ৬৮
একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি; ৬৯
ভেবে ভেবে ব্যথা পাব;—মনে হবে, পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে ৭০

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।