সে

উইকিসংকলন থেকে
সে

সে

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বভারতী-গ্রন্থালয়

২১০ নং কর্ণওয়ালিস ষ্ট্ৰীট, কলিকাতা।

বিশ্বভারতী গ্রন্থপ্রকাশ-বিভাগ

২১০ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা।

প্রকাশক কিশােরীমােহন সাঁতর।


সে


প্রথম সংস্করণ          ... ...         বৈশাখ, ১৩৪৭


মূল্য — ৩


শান্তিনিকেতন প্রেস। শান্তিনিকেতন (বীরভূম)।

প্রভাতকুমার মুখােপাধ্যায় কর্তৃক মুদ্রিত।

উৎসর্গ


সুহৃদ্বর শ্রীযক্ত চারুচন্দ্র ভট্টাচার্য্য
 করতলযুগলেষু


মেঘের ফুরোল কাজ এইবার। 
সময় পেরিয়ে দিয়ে ঢেলেছিল জলধার, 
সুদীর্ঘ কালের পরে নিল ছুটি। 
উদাসী হাওয়ার সাথে জুটি’ 
রচিছে যেন সে অন্যমনে 
 আকাশের কোণে কোণে
ছবির খেয়াল রাশি রাশি, 
মিলিছে তাহার সাথে হেমন্তে কুয়াশা-ছোঁওয়া হাসি।
দেব পিতামহ হাসে স্বর্গের কর্ম্মের হেরি হেলা, 
ইন্দ্রের প্রাঙ্গণতলে দেবতার অর্থহীন খেলা। 

আমারো খেয়াল ছবি মনের গহন হোতে 
 ভেসে আসে বায়ুস্রোতে।
নিয়মের দিগন্ত পারায়ে
 যায় সে হারায়ে
 নিরুদেশে
 বাউলের বেশে।

যেথা আছে খ্যাতিহীন পাড়া। 
সেথায় সে মুক্তি পায় সমাজ-হারানো লক্ষ্মীছাড়া।
 যেমন-তেমন এর বাঁকা বাঁকা
কিছু ভাষা দিয়ে কিছু তুলি দিয়ে আঁকা,
 দিলেম উজাড় করি ঝুলি।
 লও যদি লও তুলি’,
 রাখো ফেলো যাহা ইচ্ছা তাই—
 কোনো দায় নাই।


ফসল কাটার পরে 
 শূন্য মাঠে তুচ্ছ ফুল ফোটে অগোচরে
 আগাছার সাথে।
এমন কি আছে কেউ যেতে যেতে তুলে নেবে হাতে—

 যার কোনো দাম নেই
 নাম নেই,
 অধিকারী নাই যার কোনো,
 বনশ্রী মর্য্যাদা যারে দেয়নি কখনো॥


পৌষ, ১৩৪৩
শান্তিনিকেতন


পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)
 
 
 
 

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।