পাতা:একই অঙ্গে এত রূপ.mp3

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
তার সোনা অঙ্গ দেখে যে

তার সোনা অঙ্গ দেখে যে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে

পদ্ম ফুলে ভ্রমর ভোলে
কেমন মধু তার
এমন মধু বধূর মুখে
সেও মেনেছে হার

পদ্ম ফুলে ভ্রমর ভোলে
কেমন মধু তার
এমন মধু বধূর মুখে
সেও মেনেছে হার
তার চরণ দেখে
নূপুর হতে মরমে সাধ জাগে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে

নীল শাড়ি তার অঙ্গে যেন আকাশগঙ্গা ধরা
কালো কেশের ঘনঘটায় মেঘের স্বয়ংবরা
নীল শাড়ি তার অঙ্গে যেন আকাশগঙ্গা ধরা
কালো কেশের ঘনঘটায় মেঘের স্বয়ংবরা

মৃণাল বাহু কার গলেতে
পরাবে সেই হার
তাই তো ভাবি মনে মনে
ভাগ্য এমন কার

তার মৃণাল বাহু কার গলেতে
পরাবে সেই হার
তাই তো ভাবি মনে মনে
ভাগ্য এমন কার
আমি যদি হতেম
সে জন তারি রাগে অনুরাগে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে