পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । পদণৰলনী । চণ্ডিদাসের শ্ৰীকৃষ্ণ-কীৰ্ত্তন। ( শ্ৰীযুক্ত বসন্তরঞ্জন মল্লিক কর্তৃক সংগৃহীত। ) চণ্ডিদাস খৃঃ চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে জন্মগ্রহণ করেন। ইহার অপর নাম ছিল অনন্ত। কৃষ্ণ-কীৰ্ত্তনের কতকগুলি ভণিতায় এই নাম পাওয়া গিয়াছে। এই কবি সম্বন্ধীয় অপরাপর বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ২•৮-২১৭ পৃষ্ঠায় দ্রষ্টব্য। গ্ৰন্থখানি বনবিষ্ণুপুরের সন্নিকট কাকিলা গ্রামনিবাসী শ্ৰীযুক্ত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়দিগের বাড়ীতে অযত্নে নষ্ট হইবার উপক্রম হইয়াছিল। মুখোপাধ্যায় মহাশয়েরা শ্ৰীনিবাস আচাৰ্য্যের দৌহিত্রবংশধর। পুথিখানি বাঙ্গালা তুলট কাগজে উভয় পৃষ্ঠা লেখা, ২২৬ পত্রের (৪৫২ পৃষ্ঠার) পর খণ্ডিত। পুস্তকখানি দ্বাদশখণ্ডে বিভক্ত —যথা, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ভারখণ্ডান্তর্গত ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, যমুনাখণ্ডান্তর্গত কালিয়দমনখণ্ড, যমুনাখণ্ড, বালখণ্ড, বংশীখণ্ড ও রাধার বিরহখণ্ড। কৃষ্ণ-কীৰ্ত্তন একখানি অভিনব গীতিকাব্য। পদসংখ্যা প্রায় ৪০০ শত। পদ কল্পতরুতে কোন এক বৈষ্ণব কবি চণ্ডিদাস সম্বন্ধে যে লিখিয়াছেন, “রাধাকৃষ্ণ-কেলি যে রচিল ভালমতে ।” তাহার অর্থ এই