পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী – চণ্ডিদাস—১৪শ শতাব্দী । o sb"ぐ পায় ধরি কাদে সে চিকুর গড়ি যায়। সোণার পুতলী যেন ভূতলে লোটায়। পুছএ কামুর কথা ছলছল আখি। কোথায় দেখিলে শুগমে কহ দেখি সখি ॥ চণ্ডিদাস বলে কঁাদ কিসের লাগিয়া । সে কালা আছয়ে তোমার হৃদয়ে জাগিয়া ॥ কৃষ্ণের প্রতি । ( > ) কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান। অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন ৷ রাতি কৈলু দিবস দিবস কৈলু রাতি। বুঝিতে নারিনু বঁধু তোমার পীরিতি ॥ ঘর কৈলু বাহির বাহির কৈলু ঘর। পর কৈলু আপন আপন কৈলু পর। বঁধু তুমি মোরে যদি নিদারুণ হও। মরিব তোমার আগে দাড়াইয় রও ॥ বাশুলী-আদেশে দ্বিজ চণ্ডিদাসে কয়। পরের লাগিয়া কি আপন পর হয় ৷ ( & ) তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই। ডাকিয়া সুধায় মোরে হেন জন নাই ॥ অনুক্ষণ গৃহে মোরে গঞ্জয়ে সকলে। নিশ্চয় জানিহ মুঞি ভক্ষিমু গরলে ৷ এ ছার পরাণে আর কিবা আছে মুখ। মোর আগে দাড়াও তোমার দেখিব চাদ-মুখ ॥ খাইতে স্বয়াস্তি নাই নাহি টুটে ভুক । কে মোর ব্যথিত আছে কারে কব দুখ ॥ চণ্ডিদাসে কহে রাই ইহা না যু্যায়। পরের বোলে কেবা প্রাণ ছাড়িবারে চায়। Y & 8