পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। o $boo অগাধ জলের মকর যেমন না জানে মিঠ কি তিত। স্বরস পায়স চিনি পরিতেজি চিটাতে আদর এত ॥ চণ্ডিদাস ভণে মনের বেদনে কহিতে পরাণ ফাটে। সোণার প্রতিমা ধুলায় গড়াগড়ি কুবুজ বসেছে খাটে। বংশী-শিক্ষা । আজু কে গো মুরলী-বাজায়। (১) এ তো কভু নহে শুাম রায় ॥ ইহার গৌর বরণে করে আল। চূড়াটা বান্ধিয়া কেবা দিল । তাহার (২) ইন্দ্রনীল-কান্তি-তমু। এতো নহে নন্দসুত কানু ॥ ইহার রূপ দেখি নবীন আকৃতি । নটবর বেশ পাইল কতি (৩) ৷ বনমালা গলে দোলে ভাল। এ না বেশ কোন দেশে ছিল ৷ ইহার বামে দেখি চিকণবরণী। নীল উজ্জল নীলমণি ॥ (৪) হবে বুঝি ইহার সুন্দরী। সখীগণ করে ঠারাঠারি ॥ কুঞ্জে ছিল কানু-কমলিনী। কোথা গেল কিছুই না জানি ॥ আজু কেনে দেখি বিপরীত। হবে বুঝি দোহার চরিত ॥ চণ্ডিদাস মনে মনে হাসে । এরূপ হইবে কোন দেশে ॥ (৫) (১) রাধিক কৃষ্ণ সাজিয়া মুরলী বাজাইতেছেন। (২) কৃষ্ণের। (৩) কোথায়। (৪) কৃষ্ণ রাধা সাজিয়াছেন, তাহারই কথা হইতেছে। - (৫) বৈষ্ণবগণ এই শেষের ছত্রে গৌরাঙ্গের আবির্ভাবের পূর্বাভাস পরিকল্পনা করেন।