পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెస్చె বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( b ) ওহোস্যাম তুমি নিদারুণ নয়। তোমার লাগিয়া এত পরমাদ নিশ্চয় করিয়া কয় ॥ মনের বেদনা কহিতে কহিতে দ্বিগুণ উঠয়ে দুঃখ । যেমন দাড়িম্ব ফাটিয়া পড়িছে তেমনি করিছে বুক । যদি বা কখন কঁাদি কোন ছলে শাশুড়ী ননদী তারা । বলে শু্যাম লাগি কান্দে কলঙ্কিনী এমন তাদের ধারা ॥ হেন করে মন শুনি কুবচন গরল খাইয়া মরি তাহে নাহি দায় শুন শু্যাম রায় তোমার লাগিয়া মরি ॥ তোমা হেন ধনে ছাড়িব কেমনে তোমা কারে দিয়া যাব। চণ্ডিদাসে কয় শুন হে বিনোদ অার কোথা গেলে পাব ৷ ( > ) যাহার সহিতে যাহার পরিতি সেই সে মরম জানে। লোক চরচয়ে (১) ফিরিয়া না চায় সদাই অন্তরে টানে ॥ (২) ঘরে গুরুজন বলে কুবচন তাহ কি কাহারে কই। মরম-সমান করে অপমান বধুর লাগিয়া সই। গৃহ-কাষ করিতে গুমুরিয়া মরি ফুকুরি কঁাদিতে নারি। নাহি হেন জন করে নিবারণ যেমত চোরের নারী ॥ কাহারে কহিব কেবা প্রত্যাইব কে জানে মনের দুখ । চণ্ডিদাসে কয় আশয় ছাড়হ তবে সে পাইবে সুখ । ( > 0 ) রাই কহে গুন কি জানি পীরিতি আরতি রসের লেহ । আনে (৩) কি জানয়ে এ রস-মাধুরী রসিক বুঝয়ে কেহ। পীরিতি বলিয়া এতিন আর্থর পরিতি আছএ যেবা । রসের রসিক রসে আরোপিত সেই সে জানএ লেহ ॥ কোন কোন রাম পারিতি না জানে সে জন আছএ ভাল। মুঞিত পীরিতি করিয়া মজিলু এ দেহ হইল কাল। (১) চর্চায়। (২) লোকে কি বলে না বলে সে দিকে ফিরিয়াও চায় না, সৰ্ব্বদ হৃদয়ে প্রেমের আকর্ষণ অনুভব করে। (৩) অন্তে ।