পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী চণ্ডিদাস ১৪শ শতাব্দী ৷ p సిన్స(t ( ১৬ ) তোমার চরণ অতি সুশোভন যেদিন দেখি তাই । উদ্দেশ চাদক অতি মনোহর দেখিতে আমি রই ॥ (১) তোমার বেণী চাচর চিকুর যখন পড়এ মনে । আপনার শ্ৰীমুখ-মণ্ডল নিরখি গগনে মেঘের পানে ॥ তোমার নয়ন চঞ্চল সঘন সদাই পড়িছে মনে। তবে পূরে মন করি নিরীক্ষণ খঞ্জন পার্থীর সনে ॥ চণ্ডিদাসে কয় হেন মনে লয় শুন হে নাগর কান। দুই জনে যদি বাড়াইলে প্রেম তবে কেন হয় মান ॥ ( > * ) তোমা বিনে মনে আর নাহি ভয় সদা দেখি রাধা-রূপ । আনন্দ-লহরী উঠে কত বেড়ি অমিঞা রসের কুপ ॥ তোমার বদন অতি সুশোভন মদন মোহিত মানি । দেখিয়া জুড়ায় সকল পরাণ সফল করিয়া মানি। তোমা হেন ধনে খুব কোন স্থানে শুন শুন নাগরী রাই। নিশি-দিশি তোমা মনেতে ভাবিএ অন্তরে আর কিছু নাই ॥ শয্যাতে নিশিতে ঘুমাই যখন স্বপনে তোমারে দেখি। নিদ্রা হয় ভঙ্গ তোমা না দেখিয়া তখনি মেলিএ আখি ॥ চাহিতে তখন স্বপন আপন ইহাত কখন নয়। তখনি উঠিয়া বিরলে বসিয়া রাধিক ঘোষণা হয় ৷ চণ্ডিদাসে কহে ঐছন পীরিতি জগৎ পূরিত ভেল। দুহার পরিতি আরতি শুনিএ দুহু আনন্দিত ভেল ॥ রামীর প্রতি । ( , ) শুন রজকিনি রামি । ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি ॥ তুমি বেদ-বাদিনী হরের ঘরণী তুমি যে নয়নের তারা। তোমার ভজনে ত্রিসন্ধা যাজনে তুমি সে গলার হারা। (১) যেদিন চন্দ্রতুল্য তোমার চরণ (-নখ) না দেখিতে পাই, সে দিন সাদৃশু খুজিতে চন্দ্রের দিকে তাকাইয়া থাকি।