পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। o সহজিয়া পদ । ( , ) প্রেমের আকৃতি দেখিয়া মুরতি মন যদি তাতে ধায়। তবে ত সে জন রসিক কেমন বুঝিতে বিষম তায় ॥ আপন মাধুরী দেখিতে না পাই সদাই অন্তর জলে । আপন আপনি করয়ে ভাবনি কি হৈল কি হৈল বলে ॥ মানুষ অভাবে মন মরিচিয়া তরাসে আছিাড় খায়। আছাড় খাইয়া করে ছটফট জীয়ন্তে মরিয়া যায় ॥ তাহার মরণ জানে কোন জন কেমন মরণ সেই। যে জনা জানয়ে সেই সে জীয়য়ে মরণ বাটিয়া লেই। বঁটিলে মরণ জীয়ে দুই জন লোকে তাহ নাহি জানে। প্রেমের আকৃতি করে ছটফট চণ্ডিদাসে ইহা ভণে ॥ (১) (১) এই পদের সংক্ষিপ্ত অর্থ এই,—রুপের আদর্শ যদি মনে জাগ্রত হয়, এবং সংসারে যদি তাহার অনুরূপ মূৰ্ত্তি না পাওয়া যায়, তবে মন নিরাশসাগরে নিমজ্জিত হয়। তখন সেই আদর্শ রূপের জন্ত প্রাণ ব্যাকুল হইয় সৰ্ব্বত্যাগী হয় ইহা বুঝিতে পারিয়া যদি কেহ সেই প্রেমিকের জন্য আত্মত্যাগ করিতে দাঁড়ায়, তবে তাহারা উভয়ে উভয়ের মধ্যে স্বীয় স্বীয় আদর্শের সার্থকতা দেখিয়া মুগ্ধ হয়। তখন পরস্পরের জন্ত আত্মত্যাগী হইয় তাহারা যেন পুনর্জীবিত হয়।