পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—চণ্ডিদাস—১৪শ শতাব্দী।
১০০১

(৬)

শুন গো সজনি আমারি বাত।
পীরিতি করবি সুজন-সাথ॥
সুজন-পীরিতি পাষাণ-রেখ্‌।
পরিণামে কভু না হবে বেক॥[১]
ঘষিতে ঘষিতে চন্দন-সার।
দ্বিগুণ সৌরভ উঠয়ে তার॥
চণ্ডিদাস কহে পীরিতি-রীতি।
বুঝিয়া সজনি করহ প্রতি॥

(৭)

নিজ-দেহ দিয়া ভজিতে পারে।
সহজ-পীরিতি বলিব তারে॥
সহজে রসিক করয়ে প্রীত।
রাগের ভজন এমন রীত॥
এখানে সেখানে এক হইলে।
সহজ-পীরিতি না ছাড়ে মোলে॥
সহজ বুঝিয়ে যে হয় রত।
তাহার মহিমা কহিব কত॥
পীরিতি করিয়ে ভাঙ্গয়ে যে।
সাধনা অঙ্গ না পায় সে॥
চণ্ডিদাস কহে সহজ-রীত।
বুঝিয়ে নাগরী করহ প্রীত॥

মরম না জানে ধরম বাখানে[২]
এমনে আছয়ে যারা।
কাষ নাই সখি তাদের কথায়
বাহিরে রহুন তারা॥
আমার বাহির দুয়ারে কপাট লেগেছে
ভিতর দুয়ার খোলা।
তোরা নিসাড়[৩] হইয়া আয় না সজনি
আঁধার পেরিলে আলা॥

১২৬
  1. না হবে বেক=বক্র হয় না। পাষাণের রেখা যেরূপ একবার সোজা টানিলে চিরকালই সেইরূপ থাকে।
  2. মর্ম্ম জানে না, অথচ ধর্ম্মব্যাখ্যা করিতে যায়।
  3. নীরব।