পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী । 2 రి రిన్ళ ভউ হেরি কথা পুছহ যন্ত। মদনে যোড়লি কাজর-ধনু ॥ (১) ভণে বিদ্যাপতি দূতী-বচনে। এত শুনি কাহ্ন করু গমনে ॥ আজু মথু শুভ দিন ভেল। কামিনী পেখলু সিনানক-বেলা ॥ চিকুরে গলয় জল-ধারা। মেহ বরিখে যনি মোতিম-হারা । (২) বদন পোছল পরচুরে। মাজি ধয়ল জনি কনক-মুকুরে । (৩) তহি উদয়ল কুচ জোরা। পলট বৈসয়েল কনক-কটোরা । (৪) নীবি-বন্ধ করল উদেস (৫) । বিদ্যাপতি কহ মনোরথ শেষ ॥ যাইতে পেখলু নহাইলি গোরী। কতি সঞে রূপ ধনী আনলি চুরি । (৬) কেশ নিঙ্গড়াইতে বহু জল-ধারা। চামরে গলয় যনি মোতিম-হারা ॥ অলকহি তিতল তহি অতি শোভা । (৭) অলিকুল কমলে বেঢ়ল মধু-লোভা ৷ (১) ক্র-যুগের কথা কি জিজ্ঞাসা কর, প্রেমদেবতা যেন কজ্জলনিৰ্ম্মিত ধনু যোজনা করিয়াছেন। (২) কেশ হইতে জল পড়িতেছে, যেন মেঘ হইতে মুক্ত-হার বিগলিত হইতেছে। (৩) মুখ প্রচুর পরিমাণে মার্জিত হইল, যেন স্বর্ণ-নিৰ্ম্মিত মুকুর কেহ মাজিয়া ধুইয়া রাখিল। (৪) স্বর্ণ-নিৰ্ম্মিত কৌটা যেন উল্টা করিয়া রাখা হইয়াছে। (৫) উদাস =শ্নথ । (৬) স্নান করিয়া গৌরাঙ্গ রাধিকাকে যাইতে দেখিলাম,—কত সামগ্ৰী হইতে যেন সে তাহার রূপ চুরি করিয়া আনিয়াছে। (৭) সিক্ত-কেশে মুখ বড় সুন্দর দেখাইতে লাগিল। o 3 o