পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী। যে কিছু কভু নহি কলা-রস জান। নীর খীর দুহু করয় সমান ॥ তহি সে কহ পরিতি রসাল। বানর-কণ্ঠে কি মোতিম-মাল ॥ ভণই বিদ্যাপতি ইহ রস জান। বানর-মুহে (১) কি শোভয় পাণ ৷ আজুক লাজ তোহে কি কহব মাই। - জল দেই ধোই যদি তবহু ন যাই ॥ (২) নাহই উঠলু (৩) হম কালিন্দী-তীর। অঙ্গহি লাগল পাতল-চীর ॥ তাহে বেকত ভেল সকল শরীর । তহি উপনীত সমুখে যত্নবীর । বিপুল নিতম্ব অতি বেকত ভেল। পালটি তা পর কুন্তল দেল । (৪) উরোজ (৫) উপরে যব দেয়ল দিট (৬)। উর মোড়ি (৭) বৈঠলু হরি করি পিঠ ॥ হাসি মুখ মোড়য়ে টাট (৮) মধাই। তনু তন্তু ঝাপিতে ঝাপন ন যাই ॥(৯) বিদ্যাপতি কহে তুহু অগেয়ানী। পুন কাহে পলটি ন পৈঠলি পানী ॥ (১০) এ ধনি রঙ্গিণি কি কহব তোয় । আজুক কৌতুক কহন ন হোয় । একলি শুতলছলি (১১) কুসুম-শয়ান। দোসর মনমথ-করে ফুল-বাণ ॥ (०२) (১) মুখে । (২) জল দিয়া ধুইলেও এই লজ্জ যাইবে না। (৩) স্নান করিয়া উঠিলাম। (৪) কেশ উণ্টাইয়া নিতম্বের উপর দিলাম । (৫) বক্ষ । (৬) দৃষ্টি । (৭) ফিরিয়া । (৮) চঞ্চল-প্রকৃতি । (৯) ক্ষীণ শরীর আবৃত করিবার চেষ্টা করিয়াও পারিলাম না। (১০) পুনঃ কি জন্য ফিরিয়া জলে প্রবেশ করিলে না ? (১১) গুইয়াছিলাম । (১২) সঙ্গে আর কেহ ছিল না, কেবল পঞ্চশর লইয়া মন্মথ ছিল । p ది రి