পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eరి8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভীতক চিত ভূজগ হেরি যে ধনী চমকি ঘন কাপ। অব অঁাধিয়ারে আপন তনু বাপই কর দেই ফণি-মণি ঝাপ । (১) মাধব কি কহব তুয়া অনুরাগ। তুয়া অভিসারে অবশ সব নাগরী জীবই বহু পুণ ভাগ ॥(২) যো পদতল থল-কমল সুকোমল ধরণী-পরশে উপশঙ্ক । অব কণ্টকময় সঙ্কট বাটহি আওত যাত নিশঙ্ক । (৩) মন্দির-মাঝ শেষ নাহি তেজত দেহুরি মানয়ে দূর । অব কুহু-যামিনী চলয়ে একাকিনী গোবিন্দ দাস আশ পূৱ ॥(৪) যব ধনী ঘর সঞে ভেল বাহির । ঝরঝর বরখে জলদ ঘন নীর ॥ কর পেখন নহে ঘন আঁধিয়ায়। দিশ দরশায়ল মদন নিশায় ॥ (৫) কি কহব মাধব পুণ-ফল (৬) তোরি। এতহু দূৰ্ব ত্বরিত মিলু গৌরী। ঝলকত বিজুরী নয়ন ভরু চন্ধ (৭)। চলইতে খলয়ে সঘন মহী-পঙ্ক । (৮) (১) যে রমণী পূৰ্ব্বে সাপ দেখিলে চমকিত হইয়া ঘন ঘন কঁাপিতেন, তিনি এখন অন্ধকারে আপন তন্ত্র আবরণ পূর্বক বাপিয়া সাপের মণির উপর হস্তক্ষেপ করিতেছেন। (২) তোমার অভিসারের জন্ত আত্ম-বিস্কৃত নাগরী বহু পুণ্য-ফলে জীবিত রহিয়াছে। (৩) স্থল-কমল-তুল্য সুকোমল পদে ধরণী-স্পর্শ করিলে যাহা আশঙ্কার কারণ হইত, এখন তাহ নিঃশঙ্ক অবস্থায় অতি সঙ্কট-পূর্ণ কণ্টকাকীর্ণ পথে বিচরণ করে। (৪) দেহুরি =দেউড়ী = দ্বার। কুহু-যামিনী=অমাবস্তার রাত্রি। আগে মন্দিরের মধ্যে শয্যা-ত্যাগ করিত না এবং দ্বার পর্য্যন্ত যাওয়াই দূর মনে করিত, এখন অমাবস্তা-রাত্রিতেও একাকিনী চলিয়া যায়। (৫) রাত্রে মদন পথ দেখাইল । (৬) পুণ্য-ফল। (৭) নয়নে চমক লাগিতে লাগিল। (৮) মাটির পাকে বারংবার স্বলিত হইয়া পড়িতে লাগিল।