পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ?88 মানান্ত । বঙ্গ-সাহিত্য-পরিচয় । গোরখ জাগাই শিঙ্গা-ধ্বনি শুনইতে জটিল ভিখ আনি দেল। (১) মৌনী যোগেশ্বর মাথা হিলায়ত বুঝল ভিখ নাহি নেল (২) । জটিল কহত তব কাহা তহু মাগত যোগী কহত বুঝই। তেরে বধু হাত ভিখ হাম লেয়ুব তুরিতহি দেহ পাঠাই । (৩) পতিবরতা-ভিখ লেই যব যোগি-বরত না হোয় নাশ । (৪) তাকর (৫) বচন শুনিতে তনু পুলকিত ধাই কহে বধু-পাশ । দ্বারে যোগি-বর পরম মনোহর জ্ঞানী বুঝন্তু অনুমানে। বহুত যতন করি রতন থারি ভরি ভিখ দেহ তছু ঠানে ॥ শুনি ধনী রাই আই করি ওঠল যোগি-নিয়ড়ে নাহি যাব। (৬) জটিল কহত যোগী নাহি আনমত দরশনে হোয়ব লাভ । (৭) গোধুমচূর্ণ-পূর্ণ থারি-পর কনক-কটোরি ভরি ঘিওঁ। করযোড়ে রাই লেহু করি ফুকারই তাহে হেরি ঘরঘরি জীউ ॥ (৮) যোগী কহত হাম ভিখ নাহি লেয়ব তুয়া মুখ বচন এক চাই। নন্দ-নন্দন-পর যে অভিমানসি মাপ করহ ঘরে যাই । (৯) শুনি ধনী রাই চীরে (১০) মুখ ঝাপল ভেক-ধারী নটরাজ। গোবিন্দ দাস কহ নটবর-শেখর সাধি চলত নিজ-কাজ ॥ (১১) (১) গোরক্ষনাথের নাম লইয়া শিঙ্গা-ধ্বনি হইলে, জটিল ভিক্ষা আনিয়া দিল । (২) শিরঃ-সঞ্চালনপূর্বক জানাইলেন, তিনি ভিক্ষা লইবেন না। (৩) আমি তোমাদের বধূর হাতে ভিক্ষা লইব, র্তাহাকে শীঘ্র পাঠাইয়া দেও। (৪) পতিব্ৰতার হাতে ভিক্ষা লইলে যোগীর ব্রত নষ্ট হইবে না। এখানে পতিব্রতা’ শব্দের অর্থ সধবা । (৫) তাহার। (৬) তাহাকে যত্নপূর্বক রত্ন-খাল পূর্ণ করিয়া ভিক্ষা দিয়া আইস। ইহা শুনিয়া রাধিক “আই” শব্দ করিয়া উঠিল এবং বলিল আমি যোগীর নিকট যাইব না। নিয়ড়ে = নিকটে। (৭) জটিল বলিল, যোগী অন্তরূপ (খারাপ) লোক নহে, দর্শনে অনেক লাভ হইবে । (৮) ভিক্ষা লইয়া করযোড়ে “এই লও” বলিয়া তাহাকে ডাকিলেন এবং তাহার প্রাণ থরথর করিয়া কাপিতে লাগিল । (৯) যোগী বলিলেন, আমি ভিক্ষা লইব না, আমি তোমার একটি কথা প্রার্থনা করি। তুমি বল, তুমি যে নন্দ-নন্দনের উপর মান করিয়াছ তাহ গিয়াছে, তুমি তাহাকে মাপ করিয়াছ, এই কথা শুনিলেই আমি ঘরে যাইব । - (১০) বস্ত্রে । (১১) গোবিন্দ দাস বলিলেন, নটবর নিজের কােজ সারিয়া ( মান-ভঞ্জন করাইয়া) চলিয়া গেলেন।