পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—জ্ঞানদাস—১৬শ শতাব্দী। রসাল নব নব পল্লব চাপহি মুকুল শর কত যোইরে (১)। ভ্রমর কোকিল ফুকরি বোলত মার বিরহিণী ওইরে ॥(২) ওই দেখহ অনুরাগে । ফাগুন আওল আগে ॥ আগে মঝু কছু আশ আছিল নিচয় নাগর আওবে। বরিখ (৩) গেলহি অবধি ভেলহি পুন কি পামরী পাওবে (৪) ॥ সোই নিরমল বদন-মাধুরী দরশ কথি জনি হোয়। অতএ নিরগুণ জীবন তেজব মরণ ঔষধ মোয় ॥ মোহে হেরি সর্থী কোই। চৈত মাস সবহু রোই ॥ আাধ বরিখহি তাহি পামরি দাস গোবিন্দ দাসিয়া । অবহু তব অব কবহু না পাওব রহল মরমক লাশিয়া ॥ জ্ঞানদাসের পদাবলী। জন্মকাল ৫৩০ খৃষ্টাব্দ। জ্ঞানদাসের বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩০৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য। স্ত্রীরাধার পূর্বরাগ। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাদে প্রতি অঙ্গ মোর ॥ হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। পরাণ-পীরিতি লাগি থির নাহি বান্ধে ৷ কি আর বলিব সই কি আর বলিব । যে পণ কর্যাছি চিতে সেই সে করিব ॥ (১) যোজনা করিল। (২) ভ্রমর এবং কোকিল চীৎকার করিয়া কহিল,—ঐ বিরহিণী উহাকে মার। (৩) বৎসর। (৪) এই অভাগী কি আর র্তাহাকে পাইবে ?