পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলরাম দাসের পদাবলী । বলরাম দাস বৰ্দ্ধমান জেলার শ্ৰীখণ্ড গ্রামে বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন। ইহার মাতার নাম সৌদামিনী ও পিতার নাম আত্মারাম দাস। ইনি নিত্যানন্দ-পত্নী জাহবা দেবীর মন্ত্রশিষ্য ছিলেন। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ২৯৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। পদকল্প-তরুতে বৈষ্ণব দাস ইহার কথা-প্রসঙ্গে লিখিয়াছেন—“কবি-নৃপজবংশজ জয় ঘনশ্যাম বলরাম।” কবি-নৃপজ অর্থ কবিরাজ সিদ্ধান্ত করিয়া কেহ কেহ অনুমান করেন যে, উক্ত ছত্রে গোবিন্দ কবিরাজের বংশ উল্লিখিত হইয়াছে। গৌরচন্দ্রিকা । ভাব-ভরে গরগর (১) চিত। খেনে উঠে খেনে বৈসে না পায় সম্বিত ॥ অতি রসে নাহি বান্ধে থেহ। সোঙরি সোঙরি কান্দে পুরুষ-স্থলেহ (২) ॥ নাচে পহু গোরা নটরাজ । কি লাগি গোকুলপতি সঙ্কীৰ্ত্তন-মাঝ ॥ নিজ পর কিছুই না জানে। উত্তম অধম নাহি মানে ॥ ডগমগ প্রেম-হিলোলে। ঢলিয়া ঢলিয়া পড়ে ভক্তের কোলে ৷ প্রিয় গদাধর-দংকর ধরি । মরম কথাটি কহে ফুকরি ফুকরি ॥ এ রসে জগত রসময় । না দরবে বলরাম পাষাণ-হৃদয় ॥ বাল্যলীলা ও গোষ্ঠ । দাড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা। না থাকিব তোমার ঘরে অপযশ দেয় মোরে মা হইয়া বলে ননী-চোরা ॥ (১) গরগর=বিগলিত । (২) স্থলেহ=উত্তম প্রেম। পুরুষ অর্থে ভগবানকে বুঝাইতেছে। \రిg যশোদার প্রতি অভিমান ।