পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q 9 రి বঙ্গ-সাহিত্য-পরিচয় । হিয়ার উপরে ধরি কাপে পহু থরহরি মুখে মুখ দিয়া ঘন কন্দে। বলে পোহাইলে রাতি মোরে ছাড়ি যাব কতি (১) পরাণী ত স্থির - নাহি বান্ধে৷ মরম কহিনু মো পুন ঠেকিন্তু সে জনার পরিতির ফান্দে। রাতি দিন চিতে ভাবিতে ভাবিতে তাহে সে পরাণ কান্দে ॥ মোর কাছে কাছে থাকে সদা চোখে চোখে রাখে তবু মোরে পলকে হারায় । ও বুক চিরিয়া হিয়ার মাঝারে যেন বা রাখিতে চায় ॥ হার নহে পিয়া গলায় পরিএ চন্দন নহে মাথে গায় । অনেক যতনে রতন পাইয়া সোয়াস্তি নাহিক পায় ॥ কপূৰ্ব-তাম্বুল আপনি সাজিয়া মোর মুখে ভরি দেয়। হাসিয়া হাসিয়া চিবুক ধরিয়া প্রসাদ বলিয়া লেয় ॥ সাজাঞা কাচাঞ। (২) বসন পরাঞা আবেশে লইয়া কোরে। দীপ লৈয়া হাতে মুখ নিরখিতে তিতল নয়ন লোরে । চরণে ধরিয়া যাবক রচই আলাঞা বান্ধয়ে কেশ । বলরাম-চিতে ভাবিতে ভাবিতে পাজর হইল শেষ ॥ রাস-জাগরণে নিকুঞ্জ-ভবনে আলুঞা আলস-ভরে। শুতল কিশোরী আপনা পাসরি পরাণ-নাথের কোরে ॥ সখি হের দে আসিয়া বা (৩) । নিদ যায় ধনী চাদ-বদনী শু্যাম-অঙ্গে দিয়া পা ৷ নাগরের বাহু করিয়া সিথান বিথার বসন-ভূষা। নিশাসে দুলিছে নাসার বেশর হাসিখানি তাহে মিশা ॥ পরিহাস করি নিতে চাহে হরি সাহস না হয় মনে । ধীরি করি বোল (৪) না করিহ রোল দাস বলরাম ভণে ॥ অভিসারান্তে । পদ আধ চলত খলত পুন বেরি। পুন ফেরি চুম্বই দুহু মুখ হেরি ॥ (১) কতি=কোথায়। (২) কাচাঞ’ অর্থশূন্ত শব্দ ; সাজকাচ করা”—কথায় বলিয়া থাকে। (৩) আসিয়া বাতাস দেও। (৪) ধীরে ধীরে কথা বল, পাছে ঘুম ভাঙ্গে ।