পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 : বঙ্গ-সাহিত্য-পরিচয় । মান । দূর কর মাধব কপট সোহাগ। হাম সমুঝল সব তুয়া অনুরাগ ৷ ভাল ভেল অব মিটলা সব দ্বন্দ্ব। ভাল নহে কবহু আশ-পরিবন্ধ (১)। পহু গুণ-সাগর সো গুণ জান । গুণে গুণে বান্ধল মদন পাচ বাণ ॥ তুরিতে চলহ বাহা (২) না করহ বেয়াজ (৩) । ভ্রমর কি তেজই নলিনী-সমাজ ॥ কৈতবিনী (৪) হামরা কৈতব নাহি তায়। তোহারি বিলম্ব অব নাহিক যু্যায়। বিমুখ ভেল ধনী গদগদ-ভাষ। বিনতি না শুনয়ে বলরাম দাস।। অন্তরে জানিয়া নিজ-অপরাধ । করযোড়ে মাধব মাগে পরসাদ ৷ নয়নে গলয়ে লোর গদগদ-বাণী । রাইক চরণে পরশিল পাণি ৷ চরণ-যুগল ধরি করু পরিহার। রোই রোই বচন কহই নাহি পার। মানিনী না হেরই নাহ-বয়ান (৫) । পদতলে লুটয়ে নাগর কান। চরণ ঠেলি চলি যাওত রাই। বলরাম দাস কানু-মুখ চাই। বারমাসী । তুয়া গুণে কামিনী কত হিম-যামিনী জগিয়ে নাগর ভোর। সরসিজ বর-লোচন মোচন রহ ঝরতহি ঝরঝর লোর ॥ ফাগুনে মধুপুর নাগরী নাগর বিলসই ফাগুক রঙ্গে। বিহরক আগুনি জরিজরি গুণমণি ঝামর শুামর অঙ্গে ॥ (১) আশার প্রবন্ধ ( ছলনা ) ভাল নহে। (২) বাহিরে। (৩) বিলম্ব। (৪) সবলা । (৫) নহি=নাথ। বয়ান=মুখ।