পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৯৬ সুপ্রসিদ্ধ চৈতন্য-ভাগবতকার। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩৪৫ পৃষ্ঠায় দ্রষ্টব্য। বঙ্গ-সাহিত্য-পরিচয় । যতনে পরাহ মোরে নিজ আভরণ । সঙ্গে লইয়া চল মোরে বঙ্কিম-লোচন ॥ তোমার পীত বাস শু্যাম আমারে দেহ পরি। উভ করি বান্ধ চূড়া এলায়া কবরী। তোমার গলের বনমালা দাও মোর গলে । মোর প্রিয়সথা কৈও সুধাইলে গোকুলে ৷ বস্তু রামানন্দ ভণে এমন পরিতি। ব্যাঘ্র হরিণে যেন রাই তোমার বসতি ॥ বৃন্দাবন দাস । মুরলী-শিক্ষা । বহুদিনের সাধ আছে হরি। বাজাইতে মোহন-মুরলী ॥ তুমি লহ মোর নীল সাড়ী। - তব পীত ধড়া দেহ পরি ॥ তুমি লহ মোর গজমতি। - মোরে দেহ তোমার মালতী ॥ ঝাপ-থোপা লহ খসাইয়া । মোর দেহ চুড়াটি বান্ধিয় ॥ তুমি লহ সিন্দুর কপালে। তোমার চন্দন দেহ ভালে ৷ তুমি লহ কঙ্কণ কেয়ূরী। তোর তাড় বালা দেহ পরি। তুমি লহ মোর আভরণ । মোরে দেহ তোমারি ভূষণ ॥ শুন মোর এই নিবেদন। শুনি হরষিত বুন্দাবন ॥