পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকর্তা–১৫-১৮শ শতাব্দী। : ) ( ) কনক-লতা জিনি জিনি সৌদামিনী বিধির অবধি রূপ (১) সাজে। কিঙ্কিণী-রণরণি বঙ্গরাজ-ধ্বনি চলইতে সুমধুর বাজে। ংস-রজি জিনি গমন সুলাবণি অবলম্বন সখী-কান্ধে। অনন্ত দাস ভণে মিললি নিকুঞ্জ-বনে পূরাইতে শুাম-মন-সাধে ॥ হাসির হিল্লোলে মোর পরাণ-পুতলী দোলে দিতে চাই যৌবন নিছনি। যে দেখয়ে একবার সে কি পাসরয়ে আর শুধুই সুধার তমুখানি ॥ দাস অনন্ত বলে রূপ হেরি কে না ভুলে জগতে নাহিক হেন প্রাণী ॥ আজু নিধুবনে শুাম বিনোদিনী ভোর। ই হার রূপের নাহিক উপমা মুখের নাহিক ওর ॥ আজু হিরণ-কিরণ আধ বরণ আধ নীলমণি-জ্যোতি। আাধ গলে বনমালা বিরাজিত আধ গলে গজমতি ॥ আধই শ্রবণে মকর-কুণ্ডল আধই রতন-ছবি। আাধ কপালে চাদ-উদয় আধ কপালে রবি ॥ আধ শিরে শোভে ময়ূর-শিখণ্ড আধ শিরে দোলে বেণী । কনক-কমল করে ঝলমল ফণি উগারয়ে মণি ॥ মন্দ পবন মলয় শীতল তাহে শ্ৰীঅঙ্গের বাস। রসের পাথরে না জানি সাতার ডুবিল অনন্ত দাস ॥ (২) যুগল-মিলন । লোচন দাস । ইনি প্রসিদ্ধ “চৈতন্ত-মঙ্গল”-প্রণেতা। “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩৫২ পৃষ্ঠা দ্রষ্টব্য। এস এস বধু এস আাধ আঁচরে বস আমি নয়ন ভরিয়া তোমায় দেখি । (আমার) অনেক দিবসে * মনের মানসে তোমা ধনে মিলাইল বিধি ॥ মণি নও মাণিক নও হার করে গলায় পরি ফুল নও যে কেশের করি বেশ । o


(১) রূপের চূড়ান্ত স্বষ্টি । - 7 (২) এই পদটি কোন কোন পুথিতে রায়শেখরের ভণিতাযুক্ত দৃষ্ট হয় ; যথা—“মন পবন মলয়া শীতল কুন্তল উড়িছে বায়। রসের পাথারে না জানি সাতার ডুবিল শেখবরায়।