পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>sb" বঙ্গ-সাহিত্য-পরিচয় । মরণ-শরীরে আইল প্রাণ । হেরিয়া ঐছন সবহু মান ॥ ফণায় ফণায় দলন করি । নটবর-ভঙ্গে নাচয়ে হরি ॥ ভাঙ্গিল দরপ ভুজগ-ঈশ। উগারে অনল-সমান বিষ ॥ ফণি-মণিগণ পড়য়ে খসি । ভজয়ে চরণ-নথর-শশী ॥ নাগাঙ্গনাগণ করয়ে স্তুতি । শুনি ব্রজমণি হরষ-মতি ॥ ফণিপতি আতি হইয়া ভীত । শরণ লইল চরণ-নীত । ফণিপতি-বরে অভয় করি । জল-সঞে তীরে আইলা হরি ॥ মাতা যশোমতী লইল কোরে । মাধব ভাসয়ে আনন্দ-নীরে ॥ ব্ৰজ-নিজ-জন হেরি আনন্দচন্দ। হেরই ভূখল চকোরক ছন্দ ॥ কহুক বয়ানে না নিকশয়ে বাত । কর-সরসীরুহে মাজই গাত ॥ বিষ-জলে ষন্ত দাহন ভেল। ব্রজ প্রেমামৃতে শীতল কেল। যৈছন যাহে করই সন্তাষ। সবহু আলিঙ্গয়ে গদগদ-ভাষ ॥ সহচরীগণ লোচন ভরি দেখ। ঈষদবলোকনে করু অভিষেক ॥ পূৰ্বল মনোরথ দরশন-রস-পানে। আনন্দে সুবদন আপনা না জানে ॥ দ্বিজকুল আকুল আনন্দে ভাষ। নিরখি নিরাপদ মাধব দাস ॥ কৃষ্ণের আদেশ পাঞ ইন্দ্ৰ-যজ্ঞ নিবারিয়া নন্দ আদি যত গোপগণ । নানা উপহার লৈয়া সকলে একত্ৰ হৈয়া আইলেন যথা গোবৰ্দ্ধন ॥