পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3) Nు - বঙ্গ-সাহিত্য-পরিচয় । - প্রেমদাস । ইহার রচিত প্রসিদ্ধ গ্রন্থ “বংশী-শিক্ষা”র রচনাকাল ১৭১২ খৃষ্টাব্দ । গৌরচন্দ্রিকা । প্রতপ্ত নিৰ্ম্মল স্বর্ণ- পুঞ্জ গঞ্জি গৌরবর্ণ গৌরাঙ্গ-সুন্দর রূপ-ধাম। জিনি রক্তপদ্ম-দল শ্ৰীপদ-যুগল-তল দশাঙ্গুলি শোভে অনুপাম ॥ শারদ-শশীর ঘটা নিন্দি দশ নথ-ছটা --- তুঙ্গ গুলফ জঙ্ঘা মনোহর। , সুবর্ণ সম্পূটাকার জানু-যুগ্ম রূপাধার রম্ভা-রুচি উরু চারু স্থল ৷ প্রসন্ন নিতম্ব-স্থল আছে শুক্ল পটাম্বর কাকালি কেশরী-কটি জিনি । অশ্বথ-পত্রের হেন উদর বলিয়া তেন বক্ষদেশ তুঙ্গ অতি পীন। জালুদেশ-বিলম্বিত হেমাবলি সুবলিত বাহুযুগ অঙ্গদ-ভূষিত। করতল সুরাতুল জিনিয়া জবার ফুল মাধুরীতে ভুবন মোহিত ॥ দশ নখ-চন্দ্র আগে শুক্লবৰ্ণ মূল-ভাগে দশ অৰ্দ্ধচন্দ্রের আকার । সিংহ-গ্রীব তিন রেখা তাহাতে দিয়াছে দেখা অধর বন্ধুক-পুষ্পাকার। সুবৰ্ণ-দৰ্পণ জিতি গণ্ডস্থল যুগ্মাকৃতি মুক্তাপাতি জিনি দস্তাবলী। নাসা তিলপুষ্প যন্ত ভুরূযুগ কাম-ধন্থ সালক সুন্দরালী স্থলী ॥ অমল কমল আখি তারা যেন ভৃঙ্গপার্থী অম্বুরাগে অরুণ সজল । কামের কামান গুণ শ্রুতি-যুগ মুগঠন তাহে শোভে মকর-কুণ্ডল ৷