পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৩৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

রঘুনন্দন গোস্বামী।

ইনি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেন। “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৫১০-৫১২ পৃষ্ঠা দ্রষ্টব্য।

হেন মতে রাই করত আশ
কভু নিরখত দেহ-বাস
কভু করতঁহি নর্ম্ম-হাস
গদ গদ গদ ভাষে।

হেনই সময়ে নাগর-রাজ
করিয়া দিব্য নটবর-সাজ
আওল দেখি সখী-সমাজ
কহত রাই-পাশে॥

দেখহ সখী নয়ন ডারি
আওত ঘরে বংশীধারী
গোকুলপুর-যুবতী-নারী-
চিত্ত-হরণকারী।

নীলরতন জলদ-শ্যাম
জিনিয়া কোটি কোটি কাম
শশধর শত-লক্ষ-ধাম
ধৈরয-ধনহারী॥

রাকাপতি-সম বয়ান
ইন্দীবর জিনি নয়ান
বরিখত সুকটাক্ষ-বাণ
বঙ্কিম ভুরূ-চাপে।

চূড়হিঁ শুভ কুসুম-পুচ্ছ
গুঞ্জ-মাল শিখি-পুচ্ছ
ইন্দ্র-ধনুরে করয়ে তুচ্ছ
মন্দ-পবন কাঁপে॥

চিত্রিত-দল কুসুম-পাঁতি
সুন্দর জিনিয়া মধুর ভাঁতি
মণি-কুণ্ডল বহল কাঁতি
গণ্ড-যুগল সাজে।