পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—মুসলমান বৈষ্ণব-পদকর্তাগণ—১৬-১৮শ শতাব্দী। ১১৪৩ জাতি ধৰ্ম্ম কুল নীতি তেজি বন্ধু-সব পতি নিত্য শুনে মুরলীর গীত। বংশী হেন শক্তি ধরে তনু রাখি প্রাণী হরে বংশী-মূলে জগতের চিত । যে গুনে তোমার বংশী সে বড় দেবের অংশী প্রচারি কহিতে বাসি ভয়। গৃহ-বাস কিবা সাধ বংশী মোর প্রাণ-নাথ গুরু-পদে অলিরাজা কয় ॥ নসীর মামুদ । গোষ্ঠ-লীলা । ধেনু সঙ্গে গোঠে রঙ্গে থেলত রাম সুন্দর শুাম পাচনি কাচনি (১) বেত্ৰ বেণু মুরলী আলাপি গানরি। প্রিয় দাম শ্ৰীদাম সুদাম মেলি তরণি-তনয়া-তীরে কেলি ধবলি শু্যাঙলি আওবি আওবি ফুকরি চলত কানরি ॥ বয়স কিশোর মোহন ভাতি বদন-ইন্দু জলদ-কাতি চারু চন্দ্রি গুঞ্জ-হার বদনে মদন-ভাণরি । আগম নিগম বেদ-সার লীলা যে করত গোঠ-বিহার নসীর মামুদ করত আশ চরণে শরণ দর্শনরি ॥ চাদ কাজি । বঁাশী বাজান জানো না। অসময় বাজাও বঁাশী পরাণ মানে না ৷ যখন আমি বৈসা থাকি গুরুজনার কাছে। তুমি নাম ধইরা বাজাও বঁাশী আর আমি মইরি লাজে ॥ (১) কাচনি=কচ্ছ ।