পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS(t: বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঘোগায় গমন । প্রকাগু বাগিচা নাম পিয়ার কানন । । কাননের ধারে প্রভু করিলা গমন ॥ " অতি বড় নিম্ববৃক্ষ আছে এই স্থানে । কি ভাবিয়া প্রভূ গিয়া বসিলা সেখানে ॥ আজ্ঞা পাঞ মুক্ৰি যাই গৃহস্থের দ্বাৱে । ফলমূল আদি কিছু ভিক্ষা করিবারে। ভিক্ষা করি আইলাম দিবা-দ্বিপ্রহরে। ভোগ লাগাইলা প্রভু প্রফুল্ল অন্তরে ॥ প্রসাদ পাইকু তবে মোরা তিন জনে। মুঞি রামানন্দ আর গোবিন্দচরণে (১) { হাসিয়া গোবিন্দ মুক্রি মিতা বলি ডাকি । প্রভু বলে রামানন্দে কেন দেহ ফাকি । গোবিন্দ যদ্যপি মিতে হইল তোমার। তবে রামানন্দ মিতে হইল আমার ॥ হাসিতে হাসিতে রামানন্দে মিতে বলি। নাম আরম্ভিলা প্রভু দিয়া করতালি ৷ প্রভু-মুখে রামানন্দ এ কথা শুনিয়া । এক পাশ্বে দাড়াইলা হাত কচালিয়া ॥ বহুতর লোক যুটে নাম শুনিবাৱে। অশ্রু বহে প্রভুর নয়নে শত-ধারে ॥ পিচকিরি-সম অশ্রু বহিতে লাগিল । তাছা দেখি ঘোগবাসী আশ্চৰ্য্য হুইল । দেখিয়া প্রভুর সেই হরি-সংকীৰ্ত্তন। মাতিয়া উঠিল প্রেমে দুই চারি জন । গ্রাম্য লোকজনের নয়নে বহে বারি । বহু লোক আসি দাড়াইলা সারি সারি ॥ কেমন ভক্তির ভাব কহনে না যায়। অনিমিষে প্রভূর বদন-পানে চায়। (১) রামানন্দ এবং গোবিন্দচরণ বহু কুলীনগ্রাম-নিবাসী। ইহারা তীর্থ-দর্শনে গিয়াছিলেন, হঠাৎ ঘোগায় চৈতন্যদেবের সঙ্গে ইহাদের সাক্ষাৎ হয়। -