পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o )(ు বঙ্গ-সাহিত্য-পরিচয় । বারমুখীর না করিবে পাপ-কৰ্ম্ম মোর দিব্য লাগে। ভজিবে শ্রীরাধাকৃষ্ণ প্রেম-অনুরাগে ॥ প্রেম করা ভাল বটে ধূৰ্ত্ত-সহ নয়। কৃষ্ণের সহিত মীরা করিও প্রণয় ॥ দেহ মন প্রাণ সব কৃষ্ণে সমৰ্পিবে। তাহা হৈলে নিত্য-ধন কৃষ্ণেরে পাইবে ॥ শুনহ আমার কথা মীরা মন দিয়া । কারে সঙ্গ না করিবে কৃষ্ণেরে ছাড়িয়া ॥ অবগু কৃষ্ণের কৃপা তোমারে হইবে। প্রাণপণে কৃষ্ণ-ধনে কৰ্ভু না ছাড়িবে। প্রভুর কৃপায় মোর কেটেছে বন্ধন। আজি হৈতে বাস-স্থান তুলসী-কানন ॥ এত বলি বারমুখী লয়ে জপমালা। তুলসী-কানন করে ভুলি সব জ্বালা ॥ বারমুখী-কুলটারে প্রভু ভক্তি দিয়া । সোমনাথ দেখিবারে চলিল ধাইয়া ॥ চণ্ডপুরের ভারতী গোসাঞিকে ভক্তি দান। ঈশ্বর ভারঙ্গ। . চগুপুরে (১) থাকে এক বিরক্ত (২) গোসাঞি। - - - - - লোক-মুখে শুনি তারে ভেটিল নিমাঞি। পণ্ডিত গোসাঞি বটে নানা শাস্ত্র জানে । সোণার কুণ্ডল তার দোলে এক কাণে ॥ ক্রমেতে গোসাঞি তোলে শাস্ত্রের বচন । গৰ্ব্ব-ভরে করিতে লাগিল আলাপন ৷ ঈশ্বর ভারতী হয় সন্ন্যাসীর নাম। লোকে বলে এ গোসাঞি সৰ্ব্ব-গুণধাম ॥ সন্ন্যাসীর অহঙ্কার মনেতে বুঝিয়া। অলপ হাসিল প্রভু মুখ ফিরাইয়া ॥ ভাল মন্দ নাহি কহে প্রভু বিশ্বম্ভর । বিরক্ত হইয়া অবশেষে হাসিবর ॥ (১) চওপুর মহীশূরের উত্তর সীমান্তে স্থিত লিগের নিকট অবস্থিত ছিল। . (২) বিরক্ত=সংসারাসক্তি শূন্ত।