পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান–জয়ানন্দের চৈতন্য-মঙ্গল—১৫৪০ খৃষ্টাব্দ। ১১৬৩ এত বলি দস্থ্যপতি সব তেল্লাগিয়া। ’ চলিল প্রভুর সঙ্গে কেীপীন পরিয়া ॥ কে কোথা চলিয়া গেল তবে দস্থ্যগণ । নারোজী মোদের সঙ্গে করে আগমন ॥. জয়ানন্দের চৈতন্ত-মঙ্গল। জানদের জন্মকাল ১৫১১-১৫১৩ খৃষ্টাব্দের মধ্যে কোন সময়ে। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৪১ পৃষ্ঠায় দ্রষ্টব্য। ( গ্রন্থ-রচনা-কাল অনুমান ১৫৪৩ খৃঃ । ) মহাপ্রভুর শৈশব-সময়ে নবদ্বীপের অবস্থা। ধন্ত ধষ্ঠ নবদ্বীপ মধ্যে জম্বুদ্বীপে। ধন্য ধন্ত গৌড়দেশ উৎকল-সমীপে ৷ একচাকা খলকপুর পদ্মাবতী-কক্ষে । জন্মিলা অনন্ত মাঘমাসে শুক্লপক্ষে। জাতকৰ্ম্ম করিয়া ঠাকুরে নাম থুইল। . বাল্য-ক্রীড়া করি কত আত্ম প্রকাশিল ॥ নিত্যানন্দ । উন্মাদ বৈরাগ্য মহা-ঔদ্ধত্য (১) দেখিয়া । শাস্ত্ৰ-শালে পঢ়াইল যজ্ঞস্থত্ৰ দিয়া ॥ মাতা পিতা ভ্রাতা কত দেখেন প্রকাশ । অষ্টাদশ বৎসরে ছাড়িল গৃহবাস ॥ প্রয়াগেতে যতিরাজ শ্ৰীঈশ্বর পুরী। সন্ন্যাস লভিল তথা গুরু লক্ষ্য করি ॥ । অবধূত-প্রেমে নিত্যানন্দ নাম ধরি। কাশীপুরে রহিলা সকল তীর্থ করি । বঙ্গে রামনবল গ্রাম লভ্যবতী ঠাকুরাণী । অদ্বৈত । তার গর্ভে জন্মিলা অদ্বৈত শিরোমণি ॥ কমলাক্ষ নাম স্থতিকা-গৃহবাসে। স্বপ্রকাশ অদ্বৈত পদবী হব শেষে । (১) ঔদ্ধত্য = প্রতিভা।