পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DN ol. বঙ্গ-সাহিত্য-পরিচয় । শচীর করুণা দেখি বৈষ্ণবী মালিনী। কান্দিতে লাগিলা ধাত্রী-মাতা নারায়ণী । গৌরাঙ্গ-বৈরাগ্য নবদ্বীপে নাহি মুখ। । জয়ানন্দ বলে পাৰি সদা অধোমুখ ।

মহাবৈরাগ্য প্রকাশ। বিষ্ণুপ্রিয় প্রবোধিয়া চলিলা সন্ন্যাস । আগম নিগম গীতা করাঙ্ক কেীপীন।

বৈরাগ্যে সংসার ছাড়ি হৈলা উদাসীন ॥ সিংহাসন পালঙ্ক ছাড়িয়া ভূমি-শয্যা - ছাড়িল বৃন্দার সেবা কৃষ্ণ পরিচর্য্যা ৷ লক্ষ্মীর বিলাস ছাড়ি তরুতলে বাস। . বৈরাগ্য ছাড়ি ঝাট হইল সন্ন্যাস । রত্ন-কুণ্ডল হার হিরণ্য-মাজুলী। সুখময় বসন না পরে কৃষ্ণকেলি । , বিষ্ণুতেল ছাড়ি প্ৰভু সুগন্ধ পরাগ। চাচর কেশ ধূলায় ধূসর তিন ভাগ ॥ যে ঠাকুর দিব্য মালা পরে শত শত। সে প্রভুর গলে নাম-ডোর-গ্রন্থ কত । যে অঙ্গে চন্দনাগুরু কন্তুর স্বন্দর। সে অঙ্গ কীৰ্ত্তনানন্দে ধূলায় ধূসর। মুবাসিত কপূর তাম্বল যার মুখে। সে প্রভু হরীতকী ফল খাএ কোনুসুখে ॥ মহা-বৈরাগ্য দেখি পার্ষদ-উন্মাদ । তা দেখি গৌরাঙ্গ সভায় করিল প্রসাদ । হেনকালে নিত্যানন্দ নবদ্বীপে আসি। সন্ন্যাস-রহস্ত যত গৌরাঙ্গে প্রকাশি। শুনিয়া আনন্দময় হইল গৌরচন্দ্র। গঙ্গা পার হৈয়া আগে রৈল নিত্যানন্দ ॥ মুকুন্দ দত্ত বৈষ্ঠ গোবিন্দ কৰ্ম্মকার। মোর সঙ্গে আইস কাটোয় গঙ্গাপার। আচাৰ্য্যরত্ন চন্দ্রশেখর আচাৰ্য্য হরি। বাসুদেব দত্ত শুক্লাম্বর ব্রহ্মচারী ॥