পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান-বৃন্দাবনদাস-১৫০৭–১৫৮৯ খৃষ্টাব্দ। ら>"○ নবদ্বীপ-হেন গ্রাম ত্রিভুবনে নাঞি । ৰহি অবতীর্ণ হৈলা চৈতন্ত-গোসাঞি ॥ অবতরিবেন প্রভু জানিঞা বিধাতা। সকল সম্পূর্ণ করি খুইলেন তথা । নবদ্বীপের সম্পত্তি কে বর্ণিবারে পারে। নবদ্বীপ বিদ্যার কেন্দ্র, একে গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে ॥ কিন্তু ভক্তি-হীন । ত্ৰিবিধ বয়সে একো জাতি লক্ষ লক্ষ সরস্বতী-দৃষ্টিপাতে সভে মহাদক্ষ । সভে মহা-অধ্যাপক করি গৰ্ব্ব ধরে । বালকে-হো ভট্টাচাৰ্য্য-সনে কক্ষ করে ॥ নানা দেশ হৈতে লোক নবদ্বীপে যায়। নবদ্বীপে পঢ়িলে সে বিদ্যা-রস পায় ॥ অতএব পঢ়য়ার নাহি সমুচ্চয় (১)। লক্ষকোটি অধ্যাপক নাহিক নির্ণয় ॥ রমা-দৃষ্টিপাতে সৰ্ব্ব লোক মুখে বসে। ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার-রসে (২) ॥ কৃষ্ণনাম-ভক্তিশূন্ত সকল সংসার। প্রথম-কলিতে হৈল ভবিষ্য-আচার। ধৰ্ম্ম-কৰ্ম্ম লোক সভে এই মাত্র জানে। মঙ্গল-চণ্ডীর গীতে করে জাগরণে ॥ দম্ভ করি বিষহরি পূজে কোন জনে। পুত্তলি করয়ে কেহো দিয়া বহুধনে ॥ ধন নষ্ট করে পুত্ৰ-কন্যার বিভায়ে। এই মত জগতের ব্যর্থ কাল যায়ে ॥ যেবা ভট্টাচাৰ্য্য চক্রবর্তী মিশ্র সব । তাহারা-হে না জানয়ে গ্রন্থ-অনুভব। শাস্ত্র পঢ়াইতে সবে এই কৰ্ম্ম করে। শ্রোতার সহিতে যম-পাশে বন্ধি মরে ॥ না বাখানে যুগধৰ্ম্ম কৃষ্ণের কীৰ্ত্তন। দোষ বহি গুণ কারো না করে কথন। (১) সমুচ্চয় = সংখ্যা । (২) ব্যবহার-রসে=লৌকিক ব্যবহারের আমোদে । -