পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—বৃন্দাবনদাস—১৫০৭–১৫৮৯ খৃষ্টাব্দ । › >ዓ« বাশুলী পূজয়ে কেহো নানা উপহারে। মন্ত-মাংস দিয়া কেহো যক্ষ-পূজা করে । নিরবধি নৃত্য-গীত-বাদ্য-কোলাহলে। না শুনে কৃষ্ণের নাম পরম-মঙ্গলে ৷ কৃষ্ণ-শূন্ত মঙ্গলে দেবের নাহি সুখ। বিশেষে অদ্বৈত বড় পায় মনে দুঃখ ॥ স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য-হৃদয় । জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয় ॥ মোর প্রভু আসি যদি করে অবতার। তবে হয় এ সকল জীবের উদ্ধার ॥ নিরবধি এই মত সঙ্কল্প করিয়া । সেবেন শ্ৰীকৃষ্ণচন্দ্র এক-চিত্ত হৈয়া ॥ অদ্বৈতের কারণে চৈতন্ত্য-অবতার। সেই প্রভু কহিয়া আছেন বার বার ॥ সেই নবদ্বীপে বৈসে পণ্ডিত শ্ৰীবাস । অপরাপর পার্ষদগণ । যাহার মন্দিরে হৈল চৈতন্ত্য-বিলাস ॥ সৰ্ব্বকাল চারি ভাই গায় কৃষ্ণ-নাম। ত্রিকাল করয়ে কৃষ্ণ-পূজা গঙ্গাস্নান । নিগুড়ে অনেক সার বৈসে নদিয়ায়। পূৰ্ব্বেই জন্মিলা সভে ঈশ্বর-আজ্ঞায়। শ্ৰীচন্দ্রশেখর জগদীশ গোপীনাথ । শ্ৰীমান মুরারি শ্রীগরুড় গঙ্গাদাস। একে একে বলিতে হয় পুস্তক-বিস্তার। কথার প্রস্তাবে নাম লইব জানি যার ॥ চৈতন্ত্যের গয়ায় গমন ও ভক্তি-লাভ । স্নান করি পিতৃ-দেব করিয়া অৰ্চ্চন। গয়াতে প্রবিষ্ট হৈলা শ্ৰীশচী-নন্দন ॥ গয়া-তীর্থরাজে প্রভু প্রবিষ্ট হইয়া। নমস্কার করিলেন প্রভু শ্রীকর যুড়িয়া । ব্ৰহ্মকুণ্ডে আসি প্রভু করিলেন স্নান। যথোচিত কৈলা পিতৃ-দেবের সন্মান ॥