পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>*8 কুন্দ-চয়ন । চৈতন্তের অবস্থাবর্ণন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । প্রেম-বৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ। শুনি ধ্বনি যায় যথা ভাগবতবৃন্দ ॥ যে সব বৈষ্ণব গেলা প্রভু-দরশনে । সময় করিলা প্রভু তা সভার সনে ॥ কালি শুক্লাম্বর-ঘরে মিলিব আসিয়া । মোর দুঃখ নিবেদিব নিভৃতে বসিয়া ৷ হরিষে পূর্ণিত হৈলা ক্রমান পণ্ডিত। দেখিয়া অদ্ভূত প্রেম মহা-হরষিত । যথাকৃত্য করি উষাকালে সাজি লৈয়া । চলিলা তুলিতে পুষ্প হরষিত হৈয়া। এক ঝাড় কুন্দ আছে শ্ৰীবাস-মন্দিরে। কুন্দ-রূপে কিবা কল্পতরু অবতরে ॥ যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে। অক্ষয় অব্যয় পুষ্প সৰ্ব্বক্ষণ ধরে ॥ উষাকালে উঠিয়া যতেক ভক্তগণ। পুষ্প তুলিবারে আসি হইল মিলন। সভেই তোলেন পুষ্প কৃষ্ণ-কথা-রসে। গদাধর গোপীনাথ রামাঞি শ্ৰীবাসে ॥ হেনই সময়ে আসি শ্রমান পণ্ডিত। হাসিতে হাসিতে তথা হইল বিদিত ॥ সভেই বোলেন আজি বড় দেখি হাস্ত । শ্ৰীমান বোলেন আছে কারণ অবঙ্গ । কহ দেখি বোলে সব ভাগবতগণ । শ্ৰীমান্‌ পণ্ডিত বোলে শুনহ কারণ ॥ পরম অদ্ভূত কথা মহা-অসম্ভব। নিমাঞি পণ্ডিত হৈলা পরম বৈষ্ণব ॥ গয়া হৈতে আইলেন সকল কুশলে । শুনি আমি সম্ভাষিতে গেলাঙ বিকালে । পরম-বিরক্ত-রূপ সকল সন্তাষ । তিলাৰ্দ্ধেক ঔদ্ধত্যের নাহিক প্রকাশ । নিভৃতে যে লাগিলেন কহিতে কৃষ্ণ-কথা। যে যে স্থানে দেখিলেন যে অপূৰ্ব্ব যথা ॥