পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—বৃন্দাবনদাস—১৫০৭–১৫৮৯ খৃস্টাব্দ । boసి জয়কার দিতে লাগিলেন নারীগণ । পরম আনন্দ হৈল মুকুন্দ-ভবন ॥ শুভ দৃষ্টিপাত প্ৰভু করি সভাকারে । আইলেন মহাপ্রভু আপন মন্দিরে ॥ বসিলা আসিয়া বিষ্ণুগুহের দুয়ারে। প্রীত করি বিদায় দিলেন সভাকারে ॥ যেই জন আইসে প্রভূরে সম্ভাষিতে। প্রভুর চরিত্র কেহো না পারে বুঝিতে ॥ পূৰ্ব্ব-বিদ্যা-ঔদ্ধত্য না দেখে কোন জন । পরম-বিরক্ত-প্রায় থাকে সৰ্ব্বক্ষণ ॥ পুত্রের চরিত্র শচী কিছুই না বুঝে। শচীদেবীর অtশঙ্ক ও পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে । চেষ্টা । স্বামী নিলা কৃষ্ণ মোর নিলা পুত্ৰগণ । অবশিষ্ট সকলে আছয়ে একজন ৷ অনাথিনী মোরে কৃষ্ণ এই দেহ বর। সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিশ্বম্ভর ॥ লক্ষীরে অনিএঃ পুত্র-সমীপে বসায়। দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায় ॥ নিরবধি শ্লোক পড়ি করয়ে ক্ৰন্দন। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বোলে অনুক্ষণ ॥ কখনো কখনো যেবা হুঙ্কার করয়ে । ডরে পলায়েন লক্ষ্মী শচী পায় ভয়ে ৷ রাত্রে নিদ্রা নাহি যান প্রভু কৃষ্ণ-রসে। বিরহে না পায় স্বাস্থ্য উঠে পড়ে বৈসে ॥ ভিন্ন জন দেখিলে করেন সম্বরণ। উষাকালে গঙ্গাস্নানে করিলা গমন ॥ আইলেন মাত্র প্রভু করি গঙ্গাস্নান। পটুয়ার বর্গ আসি হৈল উপস্থান। স্কন্ধ বিহু ঠাকুর না আইল দল। পঢ়য়াদের নিকট পঢ় য়া সকল ইহা কিছুই না জানে। ভক্তির ব্যাখ্যান। অনুরোধে প্রভু বসিলেন পঢ়াইতে । পঢ় য়া-সভার স্থানে প্রকাশ করিতে ॥