পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు సిరి বঙ্গ-সাহিত্য-পরিচয় । হরি বলি পুথি মেলিলেন শিষ্যগণ । শুনিঞ আনন্দ হৈল শ্ৰীশচী-নন্দন ॥ বাহ নাহি প্রভুর শুনির হরি-ধ্বনি। শুভদৃষ্টি সভারে করিলা দ্বিজমণি ॥ আবিষ্ট হইয়া প্রভু করয়ে ব্যাখ্যান। স্বত্র বৃত্তি টীকায় সকলে হরিনাম ॥ প্রভু বোলে সৰ্ব্ব কাল সত্য কৃষ্ণ-নাম। সৰ্ব্ব শাস্ত্রে কৃষ্ণ বই না বোলয়ে আন ॥ কৰ্ত্ত হৰ্ত্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর। অজ ভব আদি যত কৃষ্ণের কিঙ্কর ৷ কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে । ব্যর্থ জন্ম যায় তার অকথ্য কথনে ॥ আগম বেদান্ত আদি যত দরশন। সৰ্ব্ব শাস্ত্রে কহে কৃষ্ণ-পদে ভক্তি-ধন ৷ লোচনদাসের চৈতন্ত-মঙ্গল। জন্মকাল ১৫২৩ খৃষ্টাব্দ। গ্রন্থ-রচনা-কাল ১৫৩৭ খষ্টাব্দ “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৫২—৩৫৭ পৃষ্ঠা দ্রষ্টব্য। চৈতন্ত্যের সন্ন্যাস-গ্রহণের অভিলাষ শুনিয়া শচীদেবীর শোক । এই মতে অনুমানি জানাজানি কথা। সন্ন্যাস করিবে পুত্র শুনে শচী-মাত ॥ আকাশ ভাঙ্গিয়া পড়ে মস্তক-উপর। অচেত হৈলা শচী মূৰ্ছিত অন্তর। উন্মত্ত পাগল যেন বেড়ায় চৌদিগে । যারে দেখে তারে পুছে সেই নবদ্বীপে । নিশ্চয় জানিল পুত্র করিবে সন্ন্যাস । গোরাচাদের কাছে গিয়া ছাড়িল নিশ্বাস ॥ তুমি পুত্র মাত্র মোর দেহে এক আখি । তোমা না দেখিলে সব অন্ধকারময় দেখি ॥