পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—নিত্যানন্দ--১৬শ শতাব্দীর মধ্যভাগ । ১২০১ - কোথা হৈতে আইলেন বিপ্র কোথা ইহার ঘর। সন্ধ্যাকাল হৈল তবে পুস্তকে দিল ডোর । পণ্ডিত-চরণে পড়ে আনন্দ-অন্তরে । তুমি বড় বিচক্ষণ কৃপা কর মোরে। গুণগ্রাহী পণ্ডিত বুঝিল অভিপ্রায় । অর্থ শুনাইয়া ঠাকুর কিনিলা আমায়। নমস্কার করি রাজা জিজ্ঞাসা করয়। কোথা হৈতে আগমন হৈল মহাশয় ॥ শ্ৰীনিবাস নাম মোর এই দেশে বাস । রাজ-সভা দেখিবারে মোর অভিলাষ ॥ যেন মহারাজা তেন সভার পণ্ডিত। শুনিঞা দেখিয়া মোর আনন্দিত চিত ॥ রাজা লোক-দ্বারে (১) বাসা দিল নিজ-স্থানে। অনেক মৰ্য্যাদা কৈল উঠিয়া আপনে ॥ রাজার ভক্তি । লোক-সঙ্গে নিজ বাসা আইল আপনে । চরণ ধুইয়া হাতে বসিলা আসনে। ব্রাহ্মণ-পুত্রের সঙ্গে পণ্ডিত আইলা । ক্ষণেক রহিলা তারে বিদায় করিলা ॥ রাত্রে রাজা আইলেন ঠাকুরের স্থানে। ভক্ষণ করিবার লাগি করে নিবেদনে ॥ ঠাকুর কহেন মহারাজা আমি একাহারী। কোন স্থানে রহি ভোজন পুনঃ নাহি করি ॥ রাজা কহে ভক্ষণে যদি আজ্ঞা হয় । অতেৰ হৈল কিছু কার অন্ত আন নয় ॥ রাজা দুগ্ধ শর্করা উখুড়া আনাইলা। ঠাকুর বসিয়া রাত্রে জল-পান কৈলা ॥ শয়ন করিতে রাজা গেলা নিজ-পুর। ঠাকুরের মনে হৈল আনন্দ প্রচুর। ঠাকুর আসনে বসি আনন্দিত মন । রূপ-সনাতন বলি করিলা স্মরণ ॥ প্রভু মোর শ্ৰীগোপাল ভট্ট প্রাণনাথ । হেন দুঃখ শ্ৰীনিবাসের নিবেদিব কত ॥ (১) লোক-দ্বারায় ।

  • @ 3