পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ... o বৈষ্ণব-চরিতাখ্যান—ঈশান নাগর—১৫৬০ খৃষ্টাব্দ। 。->ミやぐ গ্রন্থ স্পর্শ করাইল গলে দিল মালা । উঠিয়া ঠাকুর নিজ-বাসাকে চলিলা ॥ শ্ৰীজাহ্নবী-বীরচন্দ্ৰ-পদে যার আশ । প্রেম-বিলাস কহে দীন নিত্যানন্দ দাস ॥ ঈশান নাগরের অদ্বৈত-প্রকাশ। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৭৮—৩৮১ পৃষ্ঠায় দ্রষ্টব্য। জন্মকাল ১৪৯২ খৃঃ ; গ্রন্থ-রচনা-কাল ১৫৬৩ খৃঃ। শ্রীচৈতন্তের তিরোধানের পরে বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ব্রত-পালন । প্রভূ-পদে কৈলু দণ্ডবং নমস্কার। প্রভু কহে ঈশান দাস কহ সমাচার ॥ মুঞি কহিলাঙ নবদ্বীপবাসিগণ। গৌৰাঙ্গাপ্রকটে সভার মৃদুঃখিত মন ॥ ভাগ্যে পণ্ডিত দামোদরে পাইলু দর্শন। তিহেঁ কহে কাহা ইহা কৈলা আগমন ॥ বিষ্ণুপ্রিয় মাত শচী দেবীর অন্তৰ্দ্ধানে। ভক্ত-দ্বারে দ্বার রুদ্ধ কৈলা স্বেচ্ছাক্রমে ॥ র্তার আজ্ঞা বিনা তানে নিষেধ দর্শনে । অত্যন্ত কঠোর ব্ৰত করিলা ধারণে ॥ প্রত্যুষেতে স্নান করি কৃতাহ্নিক হইয়া। হরিনাম করি কিছু তণ্ডুল লইয়া । নাম প্রতি এক তণ্ডুল মৃৎপাত্রে রাখয়। হেন মতে তৃতীয় প্রহর নাম লয় ॥ জপান্তে সেই সংখ্যার তণ্ডুল মাত্র লঞা। যত্নে পাক করে মুখ বস্ত্রেতে বান্ধিয়া ॥ অলবণ অনুপকরণ অন্ন লঞা । , মহাপ্রভুর ভোগ লাগায় কাকুতি করিঞা ॥ বিবিধ বিলাপ করি দিয়া আচমনী । মুষ্টিক প্রসাদ মাত্র ভুঞ্জেন আপনি ॥