পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান – চৈতন্ত্য-চরিতামৃত-১৬০৬-১৬১৫ খৃঃ। ఫిలి দুৰ্দ্দৈবে সেবক যদি যায় অন্ত স্থানে। সেই ঠাকুর ধন্ত তারে চুলে ধরি আনে ৷ ভাল হৈল তোমার ইহা হৈল আগমনে। এই ঘরে রই ইহা হরিদাস-সনে ॥ কৃষ্ণভক্তি রসে দুহে পরম প্রধান । কৃষ্ণ-রস আস্বাদহ লও কৃষ্ণনাম ॥ এত বলি মহাপ্রভু উঠিয়া চলিলা । গোবিন্দ দ্বারায় দুহাকে প্রসাদ পাঠাইলা ॥ এই মত সনাতন রহে প্রভুর স্থানে। জগন্নাথের চক্র দেখি করেন প্রণামে ৷ প্রভু আসি প্রতিদিন মিলে দুই জনে। ইষ্ট-গোষ্ঠী কৃষ্ণ-কথা কহে কথোক্ষণে ॥ দিব্য প্রসাদ পায় নিত্য জগন্নাথ-মন্দিরে। তাহা আসি নিত্যাবশু (১) দেন দোহাকারে ॥ একদিন আসি প্রভু দোহারে মিলিলা । সনাতনে আচম্বিতে কহিতে লাগিলা ॥ সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে । কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে ৷ দেহ-ত্যাগ কৃষ্ণ না পাই পাইয়ে ভজনে। কৃষ্ণ-প্রাপ্তের উপায় কোন নাহি ভক্তি বিনে ॥ দেহত্যাগে পুণ্যলাভ দেহ-ত্যাগাদি এই সব তমোধৰ্ম্ম । ङ्य़ नl। তমোরজোধৰ্ম্মে কৃষ্ণের না পাই চরণ। ভক্তি বিনে কৃষ্ণে কভু নহে প্রেমোদয় । - প্রেম বিনু কৃষ্ণ-প্রাপ্তি অন্ত হৈতে নয় ॥ দেহ ত্যাগাদি তমোধৰ্ম্মপাতের কারণ। সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ ॥ প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে। প্রেমে কৃষ্ণ মিলে সেহো না পারে মরিতে ॥ গাঢ়ানুরাগের বিয়োগ না যায় সহন। তাতে অনুরাগী বাঞ্ছে আপন-মরণ। (১) প্রত্যঙ্গের জন্য যাহা আবিষ্ঠক :