পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২১৮ মৰ্য্যাদা-রক্ষণ । সনাক্তদের কষ্ট । জগদানন্দের উপদেশ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । স্বদ্যপি তুমি হও জগৎ-পাবন। তোমা স্পর্শে পবিত্র হয় দেব-মুনিগণ ॥ তথাপি ভক্ত-স্বভাব মৰ্য্যাদা-রক্ষণ । মৰ্য্যাদা-পালন হয় সাধুর ভূষণ । মৰ্য্যাদা-লঙ্ঘনে লোকে করে উপহাস । ইহলোক পরলোক দুই লোক নাশ ॥ মৰ্য্যাদা রাখিলে তুষ্ট কৈলে মোর মন। তুমি ঐছে না করিলে আর করিব কোন জন । এত বলি প্রভু তারে আলিঙ্গন কৈল। তার কওরস প্রভুর শ্ৰীঅঙ্গে লাগিল । বার বার নিষেধে তৰ্ভু করে আলিঙ্গন। অঙ্গে রসা লাগে দুঃখ পায় সনাতন ॥ এই মতে সেবক প্রভু দোহে ঘর গেলা । আর দিন জগদানন্দ সনাতনেরে মিলিলা ॥ দুই জনে বসি কৃষ্ণ-কথা গোষ্ঠী কৈলা । পণ্ডিতেরে সনাতন দুঃখ নিবেদিলা । ইহঁ৷ আইলাম প্ৰভু দেখি দুঃখ খণ্ডাইতে । যেবা মনে বাঞ্ছা প্রভু না দিল করিতে ॥ নিষেধিতে প্রভু আলিঙ্গন করে মোরে। মোর কওৱসা লাগে প্রভুর শরীরে ॥ অপরাধ হয় মোর নাহিক নিস্তার। জগন্নাথ না দেখিএ এ দুঃখ অপার ॥ হিত লাগি আইলাঙ হৈল বিপরীতে। কি করিলে হিত হয় নারি নিৰ্দ্ধারিতে ॥ পণ্ডিত কহে তোমার বাস-যোগ্য বৃন্দাবন। রথযাত্রা দেখি তাই করহ গমন ॥ প্রভু-আজ্ঞা হইয়াছে তোমার দুই ভাএ। বৃন্দাবনে বৈস তাই সৰ্ব্ব সুখ পাইএ ॥ ষে কার্য্যে আইলা প্রভুর দেখিলা চরণ। রথে জগন্নাথ দেখি করহ গমন ॥ সনাতন কহে ভাল কৈলে উপদেশ । তাই বাব সেই আমার প্রভূ-দত্ত দেশ ।