পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ۔ مگر - বৈঞ্চব-চরিতাখ্যান—চৈতন্য-চরিতামৃত-১৬০৬-১৬১৫ খৃঃ । ১২২৭ শ্ৰীকৃষ্ণচৈতন্ত শব্দ বোলে বার বার। প্রভু-মুখ-মাধুরী পীয়ে নেত্রে জল-ধার ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্ত শব্দ করিতে উচ্চারণ। নামের সহিতে প্রাণ কৈল উংক্রমণ ॥ মহাযোগেশ্বর-প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ । ভীষ্মের নিৰ্ব্বাণ সভার হইল স্মরণ ॥ হরিকৃষ্ণ শব্দে সভে করে কোলাহল । প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহবল ৷ হরিদাসের তনু প্ৰভু কোলে লইল উঠাইয়া । অঙ্গনে নাচেন প্ৰভু প্রেমাবিষ্ট হইয়া ॥ প্রভুর আবেশে আবেশ সৰ্ব্ব ভক্তগণে । প্রেমাবেশে সভে নাচি করেন কীৰ্ত্তনে ॥ এই মত নৃত্য প্রভু কৈল কতক্ষণ । স্বরূপ গোসাঞি প্রভুকে করাইল সাবধান ॥ হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া। সমুদ্রে লইয়া গেলা কীৰ্ত্তন করিয়া ॥ অগ্ৰে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে। পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে ৷ হরিদাসে সমুদ্রজলে স্নান করাইল । প্রভু কহে সমুদ্র এই মহাতীৰ্থ হৈল। হরিদাসের পাদোদক পীয়ে ভক্তগণ । হরিদাসের অঙ্গে দিল প্রসাদ-চন্দন ॥ ডোর-কড়ার প্রসাদ-বস্ত্র অঙ্গে দিল । বালুকার গৰ্ত্ত করি তাহ শোয়াইল ॥ চারিদিকে ভক্তগণ করেন কীৰ্ত্তন। বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নৰ্ত্তন ॥ ছরিবোল হরিবোল বোলে গৌররায় । আপন শ্রীহস্তে বালু দিল তার গায়। সমাধি । চৈতন্ত্যের প্রেমাবেশ। এক কালে বৈশাখের পৌর্ণমালী-দিনে । রাত্রিকালে মহাপ্ৰভু চলিল উত্থানে ॥