পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ। যে যে দেশে যে যে গ্রামে অবস্থিতি কৈল । গ্রন্থের বাহুল্য-ভয়ে তাহ না লিখিল ॥ সৰ্ব্বত্র হইল ধ্বনি এক মহাজন।. , নীলাচলে যায় সঙ্গে লৈয়া বহুধন ॥ " রাজা বীরহাম্বীরের দস্থ্যগণ যত্নে । গণিয়া দেখিল গাড়ী পূর্ণ নানা-রত্বে ॥ । রাজা প্রতি কহে গিয়া এক মহাজন। গাড়ী ভরি লৈয়া যায় অমূল্য রতন ॥ " দস্থ্যগণ-মুখে শুনি হৈলা উল্লসিত। যেরূপ রাজার ক্রিয়া কহিয়ে কিঞ্চিৎ ॥ দস্থ্যকৰ্ম্ম করে সদা লইয়া দস্থ্যগণ । যারে দেখি ভয়ে লোক র্কাপে সৰ্ব্বক্ষণ ॥, আর যে যে দুর্ণত কহিতে অন্ত নাই। . সবে এক পুরাণ শুনএ বিপ্ৰ-ঠাঞি ॥ ঐছে বীরহাম্বীর দুৰ্জ্জয় দস্থ্যগণে । , আজ্ঞা কৈল সজ্জ হৈয়া যাহ এইক্ষণে ॥ অর্থসহ গাড়ী এথা গোপনে আনিবে } দেখাইবে ভয় কারু প্রাণে না মারিবে ॥১ পাইয়া রাজার আজ্ঞা চলে দস্যগণ , তা সবারে দেখিতে কঁপিয়ে শিষ্টগণ ॥ , যৈছে রাজা তৈছে এ সকল অনুচর। . দস্থ্য-কৰ্ম্ম করিতে উল্লাস নিরস্তর ॥ ৮ বনবিষ্ণুপুর হৈতে দূর দেশ গিয়া । লইল এ সব সঙ্গ অলক্ষিত হৈয়া ॥ - o,

শ্ৰীনিবাস আচাৰ্য্যাদি গাড়ীর সহিতে। . পঞ্চকুট হৈয়া চলে বিষ্ণুপুর-পথে । নিৰ্ব্বিঘ্নে আইলু দেশে ঐছে বিচারয়।. বিষ্ণুপুরে রাজা দুষ্ট ইহা না জানয় ॥ রাজধানী বনবিষ্ণুপুর সন্নিধানে। , বন-মধ্যে বৃহদগ্রাম আইলা সেইখানে। ভক্ষণাদি ক্রিয়া দিবসেই সমাধিল । কৃষ্ণকথা-মুখে অর্জরাত্রি গোঙাইল ॥.

o -్నఫి&$1 & リー・ বীরহান্ধীরের দন্ত্র্যগণ । e; 3 o' is * F.i...go