পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । هو بدلا রাজা পত্রী দেখি হৰ্ষ হৈল অতিশয়। আচাৰ্য্য ঠাকুর পুনঃ রাজারে কহয় । গ্রন্থপঞ্জি-প্রেরণ। গাড়ী-সহ যে লোক আইলা ব্রজ হৈতে। সে সব যাইব গাড়ী লইয়া তুরিতে। এত কহি আচাৰ্য্য আপনে যত্ন পাইয়া । পত্রী দিল সঙ্গি-লোকগণে কক্ত কৈয়া ॥ রাজা সে সকল লোকে প্রণমি ভূমিতে। করিল সম্মান যত কে পারে কহিতে ॥ যে গাড়ীতে আইলেন গ্রন্থ-মহীরত্ব। তাহাতেই নানা দ্রব্য দিলা করি যত্ন ॥ • শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহনে । দিলেন বিভাগ করি আর যত স্থানে ॥ লইয়া সে সব দ্রব্য অস্ত্রধারিগণ । বিদায় হইয়া শীঘ্ৰ করিলা গমন ॥ গাড়ী-সহ সবে মহা উল্লসিত হৈয়া । গোস্বামীরে দিলা পত্রী বৃন্দাবনে গিয়া ॥ আদ্যোপান্ত কহিল সকল সমাচার। শুনিয়া ঘুচিল সব উদ্বেগ সবার। -- পত্রী-পাঠে বিশেষ সম্বাদ জ্ঞাত হইয়া। চিন্তয়ে মঙ্গল মহাহর্ষে কত কৈয়া ॥ শ্ৰীবীরহাম্বীর যে যে দ্রব্য পাঠাইলা । শ্ৰীজীব গোস্বামী তাহা সৰ্ব্বত্রই দিলা ॥ শ্ৰীনিবাস পত্রী পাঠাইব এই মনে । শ্রীজীব গোস্বামী মহাহৰ্ষ ক্ষণে ক্ষণে ॥ এথা রাজা শ্ৰীবীরহান্ধীর শীঘ্ৰ করি। নিজ-প্রভূ-পত্রী পাঠাইলেন খেতরি । শ্ৰীঠাকুর মহাশয় শুামানন্দ-সনে । চিন্তায় ব্যাকুল হৈয়া আছেন নির্জনে ॥ খেতরি গ্রামেতে আসি দূত জিজ্ঞাসর। কোথায় আছেন শ্ৰীঠাকুর মহাশয় ॥ শুভ সংবাদে প্রীতি । শ্ৰীআচাৰ্য্য প্রভু বনবিষ্ণুপুর হৈতে। পত্রী পাঠাইল এই জানাহ তুরিতে।