পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান-প্রেমদাস-১৭১২ খৃঃ । ১২৭৩ সাৰ্ব্বভৌম বলে নি ল্যানন্দে ভামি চিলি । প্রথমে প্রভুর সঙ্গে তাত ছিল ইন ॥ রাজা কহে কথো জন নিজ সঙ্গে লএণ । পৃথক আসিছে কেনে না বুঝি ইহা ॥ সাৰ্ব্বভৌম বলে সৰ্ব্ব-তাদেরণীয় হন। তে কারণে অন্ত সল্প না করে গমন ৷ গোপীনাথ বলে এই নায়ক-প্রধান । শ্ৰীবাস পণ্ডিত নাম মহাপ্রেল-ধাম ॥ ঐবাস। এই যে সুন্দর দুরা নাম বক্রেশ্বর। বক্রেশ্বর। প্রভূর সমান যার নৰ্ত্তন সুন্দর ৷ এই যে প্রবীণ দেখ আচাৰ্য-র তল। রাধা-ভাবে যার ঘরে প্রচুর নর্তন ॥ এই মহাজী স্থল দেশ বিদ্যানিধি। পুণ্ডরীক বিদ্যামিধি । গদাধর পণ্ডিতের গুরু প্রেণনিধি ৷ সাৰ্ব্বভৌম বলে জানি শিশু হবে ছিয়। নবদ্বীপে দুই জনে তপনি দেখিয় ॥ গোপীনাথ বলে এই দেখ বিদ্যমান। ম্লেচ্ছকুলে জন্ম এই হরিদাস নাম । ষবন হরিদাস। তিন লক্ষ হরিনাম লয় প্রতি দিনে। ভুবন-পূজিত এইো মান সৰ্ব্বজনে ॥ এই যে ব্রাহ্মণ বেশ নাম গদাধর। গদাধর। শিশুকাল হৈতে এই বৈরাগ্য তৎপর ॥ মুরারি গুপ্ত । এই যে মুরারি গুপ্ত অংশ যার রুদ্র । রান-পাদপত্রে এই প্রেদের সমুদ্র ৷ এই তিন দেখ ঐবাসের সহোদর। রান আর শ্রপতি শ্রীকান্ত ভক্তলর ॥ রাম ও শ্রীপতি । এই গঙ্গাদাস চৈততের বিহু-গুরু। গঙ্গাদাস ও নৃসিংহ নৃসিংহ আচাৰ্য্য এহেঁ গ্রেন-কল্পতরু ॥ আচাৰ্য্য। নবদ্বীপবাসী এই সব ভক্তগণ । কথো মুখ্য কহিনু না জানি সৰ্ব্বজন ॥ আর যত অপূৰ্ব্ব না জানি ইহা সবে। আজ্ঞা দেহ পরিচয় লঞা আসি তবে । রাজা কহে শীঘ্ৰ যাঞা কর পরিচয় । । বে আজ্ঞা বরিয়া গোপীনাথের বিজয় ॥ e