পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । দেখি তপস্বিনীক কুমার গণে মনে। এ হেন যুবতী তপস্বিনী-বেশ কেনে। পুছিয়া চাহিব আজি ইহার কারণ। নিঠুর বচনে বোলে রাজার নন্দন ॥ কহ তপস্বিনী সত্য কে তুমি আপনে । কেনে হেন বেশ দেখি এ রূপ-যৌবনে ॥ রাজকুমারের তবে হেন বাণী শুনি। ভাল মন্দ কিছু না বলিল তপস্বিনী ৷ হেট মুখ করি যায়ে তুরিত গমনে। এহি কোন নারী তপস্বিনী-বেশ কেনে ॥ হেন তপস্বিনী কেন হৈল রূপবতী । জানিব ইহার কথা সকল সম্প্রতি ॥ রাজার কুমার এহি মনেত গুণিয়া। . কুবলয় অশ্ব তরু-যুগলে বান্ধিয়া ॥ আছে হেন তপস্বিনী এ ভুষ্ট (?) গোচরে। পাছে পাছে ঋতধ্বজ চলয়ে সত্বরে ৷ একো গোট আয়াস ভুবনে অনুপাম। বিশ্বকৰ্ম্ম-নিরমিত আত্মময় ধাম ॥ মণিগণে নিরমিত রাত্ৰি-দিনে জ্বলে। পাতান উজ্জ্বল কৈল মতি নিরমনে ॥ তপস্বিনী গেল হেন আওস (১)-ভিতরে। মদালস বসিআছে খাটের উপরে ॥ তাহাত বসিয়া বামা ভুবনমোহিনী। চামর ধরিয়া তাক সেবে তপস্বিনী ৷ কুমার সমর সিংহ আজ্ঞা পরমাণে । হরিদাস শিখ-কবি পীতাম্বরে ভণে ॥ (১) আওস = আবাস।