পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وا سراج لا চিন্তামণির গৃহে। বঙ্গ-সাহিত্য-পরিচয় । দাক্ষিণাত্য দেশে আছে কৃষ্ণবিল্বা নদী। তাহার পশ্চিম তীরে তাহার বসতি ॥ বিল্বমঙ্গল নাম তার ব্রাহ্মণ পণ্ডিত । কবীন্দ্র উপাধি সৰ্ব্বলোকেতে বিদিত ॥ পূৰ্ব্ব-দুৰ্ব্বাসনা (১) তার কৈল আকর্ষণ। কন্দৰ্প-চেষ্টায় মগ্ন হৈল তার মন ॥ সেই নদী-পুৰ্ব্বতীরে বেঙ্গার বসতি। চিন্তামণি নাম তার সুন্দরী যুবতী । বড়ই আসক্তি তার সেই বেশু সনে । সদা সেই চেষ্টায় মগন অন্ত নাই মনে ॥ একদিন বর্ষাকালে রাত্রি ঘোরতর। মেঘ গর্জে বৃষ্টিধারা পড়ে নিরন্তর ॥ তাতে কামচেষ্টা অতি হইল অন্তরে। সে চেষ্টায় অন্ধ হৈল কিছু নাহি স্কুরে । নদী পার ষাইতে চেষ্টা বিঘ্ন নাহি গণে । নিজ ঘর হৈতে যান সেই বেষ্ঠা-স্থানে ॥ তীরে নৌকা নাহি পার হৈতে নাহি পারে। মৃতক (২) ধরিঞা গেলা সেই নদী-পারে। বেশু-দ্বারে দেখে কপাট খিল লাগা তায় । যাইতে না পারে তাথে মহা-চেষ্টা পায় ॥ প্রাচীরের চারিদিকে ডাকিয় বেড়ায় । মেঘের গর্জনে তারা শুনিতে না পায় ॥ সেই কালে দেখে ভিতে গর্তের ভিতরে। কাল সৰ্প অৰ্দ্ধ অঙ্গ প্রবেশন করে । অৰ্দ্ধ অঙ্গ বাহে আছে তার পুচ্ছ ধরি। প্রাচীর লজিঘয়া পড়ে প্রণালী উপরি ॥ পড়িতেই মুচ্ছৰ্ণ হৈল নাহিক চেতন। শব্দ শুনি বেঙ্গ আইল লয়্যা সখীগণ ॥ বিজলী-ছটায় তারে দেখিল তখন । শীঘ্র তারে আনে বেশু লইয়া সখীগণ ॥ (১) পূৰ্ব্ব-জন্ম-কৃত ফলে দুরাকাঙ্খায় আকৃষ্ট হইল। (২) মৃত ব্যক্তিকে = শবকে । -