পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । উরোজের দুই পাশে মৃগমদ-চিত্র। লিথিয়া দেখেন শোভা পরম বিচিত্র। কন্তুরীর পত্রাবলী লিখল কপোলে। মুন্দর সিন্দুর-বিন্দু রচিলেক ভালে৷ তার তলে চন্দনের বিন্দু যে রচিল। . তার মধ্যে পুনঃ কস্ত রী-বিন্দু দিল । সিথির উপরে দিল সিন্দুরের রেখা। মদন-কাপনি কিবা নব ঘন-লেখা ৷ তবে চিত্র ঠাকুরাণী রাই-বক্ষঃস্থলে । - লিখিল আশ্চৰ্য্য চিত্র বক্ষের উপরে। পুষ্প-গুচ্ছ ইন্দুরেখা নবীন পল্লব। লিখিল আশ্চৰ্য্য চিত্র পদ্ম আদি সব ॥ মীন পুষ্প-পল্লব আর নব চন্দ্র-রেখা। কনপের বাণ গুণ ধনুকের দেখা ৷ রক্ত বস্ত্র মুক্ত-রচিত অনেক রতন । । দিব্য চুণী দিল কুচে করিয়া যতন ॥ " ইন্দ্র-ধনু প্রায় সেই সুবর্ণ-পৰ্ব্বতে। -- রক্ত সন্ধ্য আসি যেন করিল উদিতে ॥ সুবর্ণের তাল-পত্র বলয় করিঞ । কর্ণে দিল নীলমণি-পুষ্প তাতে দিঞা ॥ আশ্চৰ্য্য তাড়ঙ্ক তার কি কহিব শোভা । স্বর্ণ-পদ্ম কলিতে যেন মধুকর-লোভা। সুবর্ণের চক্ৰী উদ্ধ শ্রবণেতে দিল । প্রভাতের স্বৰ্য্য যেন উদয় করিল। চতুর্দিকে মুক্ত তার মধ্যে নীলমণি। । রত্নমণি উপরে শোভে হীরার সাজনি ॥ আশ্চৰ্য শলাকা শোভে কহিল না হয় । যাহা দরশনে কৃষ্ণের মন উল্লাসয় ॥ ৭ তবেত বিশাখা আনি মৃগমদ-বিন্দু। " চিবুকেতে দিঞা হেরে রাই-মুখ-ইন্দু। কি কহিব সেই শোভা অতি মনোহর। স্বর্ণ-পদ্মদল জাগে যৈছে মধুকর ॥ "