পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯৮ কৃষ্ণের সজ্জা । কেশ-সজ্জা । চুড়া । গামছা । (২) জড়াইয়া বাধিল । বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঐছে কৃষ্ণ-শোভা দেখে ব্ৰজাঙ্গনাগণ । এত বিলসিত নহে তৃষ্ণ-নিবৰ্ত্তন। এথা ব্ৰজাঙ্গনাবৃন্দ-সঙ্গে বিলসিল । চিত্ত নহে তথাপিহ তৃপ্তি নাহি হৈল ॥ স্বল্প জল-বাসে (১) ই হু কেশ সমার্জিল। সূক্ষ্ম শুক্ল বস্ত্ৰ সবে পরিধান কৈল । কৃষ্ণ কৃষ্ণ-প্রিয়া আর সর্থীগণ সঙ্গে। শ্রীরত্ন-মন্দিরে দ্রুত আইলা বহুরঙ্গে ! সে মন্দির-যাম্যে রত্ন-কুটিমা আছয়। কুসুম-রচিত বহু-ভূষা তাহা হয়। ঐরাধিক নিজ সখীগণ করি সঙ্গে। পরিপাটি করি বেশ করে কৃষ্ণ-অঙ্গে ॥ ধুপগুরু-ধূমে কেশ আগে শুকাইল । রত্ন-কাকই দিয়া শোধন করিল। উৰ্দ্ধ করি চূড়া কেশ-চুড়া বানাইল। শু্যাম-সুধার্ণবে নব ঘন কি উঠিল। মূলে স্থলে আগে অতি সু-স্বশ্ন করিয়া। মল্লিকা-গর্ভক বেঢ়ি মূলে তার দিয়া ॥ জাতি-পুষ্প যুর্থী-পুষ্প রঙ্গন বকুল । স্বর্ণমুখী-গুচ্ছ পত্র দিলেন অতুল । কেতকীর দল আর চম্পকাদি যত । মত্ত শিথি-পুচ্ছ-চুড়া উপরে শোভিত। গুঞ্জমালা মুক্তামাল দিল দুই পাশে । ক্রমে উদ্ধ বেঢ়ি পিচ্ছান্ত (২) হরষে ॥ হৃষ্ট হঞা সখীগণ লঞা সুবদনী । চুড়া বানাইল যেন জগত মোহিনী ॥ যে চুড়া-দর্শনে সব ব্ৰজাঙ্গনাগণ । লাগিয়া রহয়ে আখি না হয় নির্গম ৷