পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe e ८ष्छोंछन । লারিকে । শুঙ্গাৰ । কাটাল। অদ্যান্ত ফল । বঙ্গ-সাহিত্য-পরিচয় । কুণ্ডীখানি পত্রে সব ধরে সারি সারি। কতেক সামগ্রী তাহা গণিতে না পারি। শুভ্র বস্ত্র শুভ্ৰ পুষ্প আসন উপরে। ৰসিলেন কৃষ্ণ তাহে আনন্দ-অন্তরে ॥ সুবল বসিলা বামে বটু যে দক্ষিণে । পরিবেশে রাই লয়ে নিজ সখীগণে ॥ সখীগণ আনি আনি সামগ্ৰী যোগায়। পরিবেশে মুখামুখী আনন্দ-হিয়ায় ॥ শ্বেত-রক্ত-হরিত-পীতবর্ণ নারিকেল। অবশু শ্লথ-শস্ত দৃঢ়-শস্ত জল ৷ বা ক্লা ঘুচায়ে দিল শঙ্খ-বর্ণাকৃতি । মুখ-করা নারিকেল দেই হৰ্ষ-মতি। কৃষ্ণ তার জলপান করিল সকল। তাহা ভাঙ্গি পুনঃ শাস খায় মুরহর । নানা-বর্ণ আম্র নানাবিধ পক্ক-ভেদ । নানাবিধে দেই তাহ নাহি পরিচ্ছেদ ॥ অল্প-পঙ্ক-আস্ত্ৰ আঠি-বহুল ঘুচাঞ।। খণ্ড খণ্ড করি দিল চৰ্ব্বণ লাগিয়া ॥ কিছু ঘন-রস-আম্র বল্কল সহিতে। মুখ করি দিল তাহ আঠি তেয়াগিতে ॥ ভক্ষণ করিল কৃষ্ণ পরম হরিষে । ওষ্ঠেতে অৰ্পণ করে রসের বিশেষে ৷ পাকা-আম্র-রসে পূর্ণ মুখেতে কাটিয়া। দিলেন মধুর আম্র খায়েন চুষিয়া ॥ তবেত কণ্টকীফল কোষ-আঠি-হীন। সুবৰ্ণ-উৎপল চাপ-কোরকের চিন্‌ ৷ পূর্ণরস অতি মিষ্ট কৃষ্ণ তাহ খায়ে। রাই পরিবেশে সব আনন্দ-হিয়ায়ে। পক্ক পিন্থ দ্রাক্ষা আর সুপক্ক খর্জুর। তাল শ্ৰীফল জন্তু কমলা প্রচুর ॥