পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–গোবিন্দ-লীলামৃত—১৬শ শতাব্দী। లిలీ কদলী বদরী আর নকুচাদি যত। নানাভেদ ফল সব কে কহিবে কত ॥ শৃঙ্গাটক তালবীজ ক্ষীরা দৃতি-ফল। শামুক কোমল পদ্মবীজ মনোহর । পদ্মের মৃণাল-শাস পিয়ালের ফল। নানান প্রকার ফল বাক্য-অগোচর ॥ ক্ষীরসার চিনি-পাকে পক্কান্ন করিয়া । শ্রীরাধিক আনে যাহা ঘরে বানাইয়া ৷ নারেঙ্গ আকার বৃক্ষ ছেলিঙ্গ আকার। অনেক আনিল সেই বহু-ফলাধার। ফল-পুষ্প-যুক্ত-বৃক্ষ শর্করার পাকে। নিৰ্ম্মাণ করিয়া আনে কৃষ্ণ-স্পৃহা যাকে ৷ আম বিল্ব দাড়িম্বাদি নারিকেল-তরু। নারেঙ্গ ছেলিঙ্গ বৃক্ষ পুষ্প-ফলে ভুরু ৷ পঙ্কন্নের,এই সব বৃক্ষণদি আনিল । এ সব খাইয়া কৃষ্ণ হরিষ পাইল ॥ চন্দ্রকান্তি গঙ্গাজল আদি লাডুগণে । কৃষ্ণ-পঞ্চেন্দ্রিয়াহলাদ করে যার গুণে ৷ শর্কর কপূর লবঙ্গ এলাচি মরিচে। স্থল-সন্তালিকা-পিণ্ডা বহু আনিয়াছে ৷ পনস আস্ত্রের রস মধুর সহিতে। চিনি-পাকে কৈল বহু কপূর তাহাতে ॥ অমৃত-ফেণী কপূর-ফেণী নাম নাডুগণ। আনি কৃষ্ণে দিল কৃষ্ণ করয়ে ভক্ষণ ৷ ক্রমে শ্রীরাধিক পরিবেশন করয়ে । বটু কন্তু প্রশংসয় কহু বা নিন্দয়ে। মুখের বিকৃতি কতু করিয়া রহয়ে। তাহা দেখি সব সর্থী অত্যন্ত হাসয়ে। নৰ্ম্ম-হাস্ত-রসে কৃষ্ণ ভোজন করিল। কপূর-বাসিত জল তাহ পান কৈল। আচমন কৈল জল দেয় সখীগণ । খড়িকা খাইয়া মুখ কৈল প্রক্ষালন ৷