পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bరి: 8 রাপামুরাগ । উদাহরণ। আক্ষেপ । উদাহরণ। কৃষ্ণ-নিন্দ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । মহাজনের গদ্য-পদ্য ভাষা-রচনা। । অনুরাগ হয় অনেক লক্ষণ ॥ স্বল্প নারী অতিক্রম যদি কিছু হয়। সাক্ষাৎ কথা দুই চারি আছে অতিশয় ॥ অনুরাগ উল্লাস আর আক্ষেপ উক্তি কহে । রূপ অনুরাগ অভিসার রাগ হয়ে ॥ “রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর ॥ হিয়ার পরশ লাগি হিয়া মোর কাদে । পরাণ-পীরিতি লাগি থির নাহি বাধে ॥ গুরুজন পরিজন যতেক গঞ্জে । রতন জলে যৈছে তিমির-পুঞ্জে ॥” আক্ষেপ উক্তি নানাবিধ হয়ে । দিগ-দরশন লাগি (১) কিঞ্চিৎ কহিয়ে ॥ কৃষ্ণকে আক্ষেপ আর মুরলীকে। দূতীকে আক্ষেপ কৰ্ভু করএ সখীকে ॥ গুরুজনে আক্ষেপ কভু কুল-শীল-জাতি। আপনাকে নিনো কভু দৈন্তভাবে গতি ॥ কন্দৰ্পে মন্দ বলে করএভচ্ছনা। বিপক্ষাদি রঞ্জিয় করএ রচনা ৷ বিধাতাকে মন্দ বলে কৰ্ভু দৈন্ত-দোষে । খণ্ডিতাদি অষ্ট রস সকলিতে ভাষে ॥ “কে বলে কালিয়া ভাল। এত দিনে কালার মরম জানিল অন্তরে বাহিরে কাল ॥ মধুর মুরলী-শব্দ করসি নয়নে বরষি প্রেম। ঈষৎ হাসিতে অমিয়া পরশি বচনে বরষি হেম ॥ কানু হে বুঝিলু চাতুরী তোর। সুখ নব লোভে কোপ নিব ডর। ও দুঃখ-সায়রে ভোর ॥” (১) অলঙ্কারের প্রকারভেদ বুঝাইবার জন্ত ।