পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–বৃহন্নারদীয় পুরাণ–১৬৬৯ খৃঃ। రిలీలి পরম আনন্দ প্ৰভু ভকত-বত্সল। প্ৰণমহু আদি হরি দেব মহাবল । করুণা-সাগর প্রভু ত্রাণ কর মোরে। এহি রূপে নানাবিধ স্তবে মুনিবরে ৷ প্রীত হইয়া বলিলেক দেব গদাধর। লোকেতে বৈষ্ণব যত শুন মুনিবর। তাকে আমি তুষ্ট হই যেবা ভক্তি করে। আপনার রূপ আমি शूहे অগোচরে ৷ সৰ্ব্ব তত্ত্ব দেখি আমি ভক্তের শরীরে । তোমাতে কহিল আমি শুন মুনিবরে। মাকণ্ডেয় বোলে প্রভু শুন দয়াময় । কোন কৰ্ম্ম-লক্ষণে বা ভাগবত হয় ৷ তাহাকে শুনিতে প্রভু মন-কুতুহল। কৃপা করি কহ হরি না করিয় ছল ৷ ভগবানে বোলে মুনি বৈষ্ণব-লক্ষণ। শুন সাবধান হইয়া কহি বিবরণ ॥ বৈষ্ণব-প্রভাব কোটি বৎসরের মানে। বলিতে না পারি আমি বিশেষ বিধানে । সৰ্ব্বজন্তু-হিতকারী হিংসা-বিবৰ্জ্জিত। বৈষ্ণৰ-লক্ষণ । বৈষ্ণব উত্তম সে যে জানিয় নিশ্চিত ৷ না করে পরের পীড়া কায়-বাক্য-মনে । উত্তম বৈষ্ণব সে যে জান ত্রিভুবনে ॥ শুদ্ধমতি হৈয়া যেবা শুনে ধৰ্ম্ম-কথা । উত্তম বৈষ্ণব সে যে জানিবা সৰ্ব্বথা ॥ ঈশ্বর গঙ্গার রূপ পিতামাতা জানে। ভক্তি-ভাবে সেবা করে যেই ভাগ্যবানে ॥ বৈষ্ণব উত্তম সে যে জানিয় নিশ্চয়। তোমাতে কহিয়ে শুন মৃকণ্ডু-তনয় ॥ দেব-পূজা করে যেই ভক্তি-পুরঃসরে। পরে পূজা করে দেখি আনন্দ-অন্তরে ॥ সন্ন্যাসী ব্রাহ্মণ যেবা পুজে নিরন্তর। পর-নিন্দ না করে সে বৈষ্ণবের বর ॥